আরজি খারিজ, দিল্লির পথে অনুব্রতর দেহরক্ষী সায়গল

24HrsTv, ওয়েব ডেস্কঃ দিল্লি থেকে বাঁচার শেষ পথও বন্ধ হয়ে গেল সায়গল হোসেনের। অনুব্রত মণ্ডলের দেহরক্ষী দিল্লি হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে যে আবেদন করেছিল তা নাকচ করে দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত নির্দেশ দেওয়ার পরই সায়গলকে নিয়ে দিল্লির পথে রওনা পুলিশের।
শুক্রবারই দিল্লি নিয়ে যাওয়া হল অনুব্রতর প্রাক্তন দেহরক্ষীকে আসানসোলের বিশেষ সংশোধনাগার থেকে। এদিন তাঁকে ছোট প্রিজন ভ্যানে করে আসানসোল স্টেশনের পথে রওনা করানো হয়। সায়গলের নিরাপত্তায় ছিলেন একজন সাব ইন্সপেক্টর, একজন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ও পাঁচ সশস্ত্র পুলিশ কনস্টেবল।
শিয়ালদহ-দিল্লি জালিয়ানওয়ালাবাগ এক্সপ্রেসে করে নিয়ে যাওয়া হয় সায়গলকে। বুধবারই আসানসোল বিশেষ সংশোধনাগারের সুপার আসানসোল দুর্গাপুর কমিশনারকে চিঠি দিয়ে নিরাপত্তা চেয়েছিলেন। দিল্লি পাঠানোর জন্য কড়া সুরক্ষা ব্যবস্থা করা প্রয়োজন উল্লেখ করা হয়েছিল চিঠিতে। গত বৃহস্পতিবার দিল্লি হাই কোর্ট রায় দেয় কয়েকদিনের জন্য দিল্লি এনে জিজ্ঞাসাবাদ করতে পারবে ইডি সায়গলকে। পরে সায়গল সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলে তাঁর আরজি খারিজ হয়ে যায়। ইডির দাবি, বীরভূম করিডর দিয়ে যে গরু পাচার হত, তার জন্য অনুব্রতর হয়ে টাকা নিতেন সায়গল। তাই তাঁকে জেরা করলে একাধিক সূত্র উঠে আসতে পারে বলে মনে করছেন গোয়েন্দারা। এছাড়াও ইডি’র নজরে রয়েছে সায়গলের বিপুল সম্পত্তি। কোটি কোটি টাকার সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে। এখন প্রশ্ন উঠে আসছে একজন কনস্টেবল পদে চাকরি করে কী ভাবে এত সম্পত্তির মালিক হলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *