নির্বাচনী প্রচারে শুভেন্দুকে অনুমতি নয়, কমিশনে আর্জি শিখ সংগঠনের

24 Hrs Tv:নিজস্ব প্রতিনিধি: ‘খলিস্তানি’ বিতর্কের জের। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ শিখ সংগঠনের। আর্জিতে বলা হয়েছে, লোকসভা নির্বাচনী প্রচারে শুভেন্দু কোনওভাবে যাতে অংশ নিতে না পারেন, সেই আর্জি জানানো হয়েছে। রবিবার নির্বাচন কমিশনারকে চিঠি দিয়ে এই অনুরোধ জানায় শিখ সংগঠন ‘গুরুদ্বার বড়া শিখ সংগত’।

অশান্তি চলাকালীন উত্তপ্ত সন্দেশখালি পরিদর্শনে যায় শুভেন্দুর নেতৃত্বে বিজেপি প্রতিনিধি দল। ধামাখালি ফেরিঘাটে ইনটেলিজেন্স ব্রাঞ্চের স্পেশাল সুপার, আইপিএস অফিসার যশপ্রীত সিং কর্মরত ছিলেন। শিখ সম্প্রদায়ের ওই আইপিএসের মাথায় পাগড়ি ছিল। অভিযোগ, তা দেখেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নাকি ‘ওটা খলিস্তানি’ বলে কটাক্ষ করেন। তাতে রেগে যান ওই পুলিশ অফিসার।

ওই ঘটনার কথা উল্লেখ করেই শিখ সংগঠনের দাবি, শিখ আইপিএস অফিসারকে ‘খলিস্তানি’ বলায় তাঁদের ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে। তাই শুভেন্দু অধিকারীকে কোনওভাবে নির্বাচনী প্রচার করতে দেওয়া উচিত নয়। নির্বাচন কমিশনে চিঠি দিয়ে তাঁদের আর্জি বিবেচনা করার দাবি জানানো হয়েছে। ‘খলিস্তানি’ ইস্যুতে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ জানাতে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সঙ্গে সঙ্গে দেখা করার সময় চেয়েও চিঠি দিয়েছে শিখ সংগঠন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *