বিধানসভায় শুভেন্দুকে নিশানা মুখ্যমন্ত্রীর !

24Hrs Tv,ওয়েব ডেস্ক: বিধানসভায় দাঁড়িয়ে বিজেপিকে শুরুতেই কড়া ভাষায় আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিধানসভায় নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও তুলোধোনা করেন মুখ্যমন্ত্রী। পুরুলিয়ায় চাকরি বিক্রি প্রসঙ্গ তুলে মমতার খোঁচা, ‘তুমি মহারাজ সাধু হলে আজ। আমি আজ চোর বটে।” পাশাপাশি তাঁর চ্যালেঞ্জ, “বিজেপি নেতাদের বাড়িতে ইডি-সিবিআই তল্লাশি করতে বলব। টাকার পাহাড় পাবে। তল্লাশির সময় আমরা সঙ্গে থাকব, দেখিয়ে দেব, কার কোথায় ক’টা ফ্ল্যাট রয়েছে।”

সিবিআই ইস্যুতে প্রধানমন্ত্রীর দপ্তর নিয়ে কার্যত নরম সুর ছিল মুখ্যমন্ত্রীর গলায়। তিনি বলেন, “এখন সিবিআই আর প্রধানমন্ত্রীর দপ্তরের হাতে নেই। ওটা এখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নিয়ন্ত্রণাধীন। আমি বিশ্বাস করি, এই যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করছে তাতে প্রধানমন্ত্রীর হাত নেই। বরং বিজেপি নেতাদের হাত রয়েছে।” ইডি-সিবিআইর তদন্তের বিরোধিতা করছেন না বলে জানান মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “আমি ইডি-সিবিআই তদন্তের বিরোধিতা করছি না। কিন্তু ওদের নিরপেক্ষ হতে বলব।” মমতার দাবি, “বর্তমানে দেশে যে শাসন চলছে তা মুসোলিনি-হিটলার-স্ট্যালিন শাসনকালের চেয়েও ভয়ঙ্কর।”

এই চাঁচাছোলা আক্রমণের ঠিক ১০ মিনিটের মধ্যেই বিধানসভায় সৌজন্যের রাজনীতির নজির গড়লেন মুখ্যমন্ত্রী। বিধানসভায় শাসকদলের পাশাপাশি বিজেপি বিধায়কদেরও শারদ শুভেচ্ছা জানান মমতা। শাসকদলের বেঞ্চের সামনে হাতজোড় করে শুভেচ্ছা জানান তিনি। এরপর সোজা চলে যান বিরোধী বেঞ্চের দিকে। সেখানেও হাতজোড় করে শারদীয়ার শুভেচ্ছা জানান তিনি। সেইসময় উঠে দাঁড়িয়ে সৌজন্য দেখিয়ে প্রতি নমস্কার জানান বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী-সহ বিরোধী বিধায়করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *