
প্রকাশিত হল আইপিএলের পূর্ণাঙ্গ ক্রীড়াসূচি
24 Hrs Tv:নিজস্ব প্রতিনিধি: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পূর্ণ সূচি প্রকাশিত হল। দেশে সাধারণ নির্বাচনের জন্য প্রাথমিক ভাবে দু-সপ্তাহের সূচি প্রকাশ করা হয়েছিল। লোকসভা নির্বাচনের নির্ঘন্ট প্রকাশের দিকে তাকিয়ে ছিল আইপিএল গর্ভনিং কমিটি। নির্ঘন্ট সামনে আসতেই আইপিএলের পূর্ণাঙ্গ সূচি সামনে আসল ।

নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই আইপিএলের বাকি সূচিও প্রকাশিত হল। চলতি আইপিএলের উদ্বোধনী ম্যাচ হয়েছিল চেন্নাইতে। ২৬ মে আইপিএল ফাইনালও হবে চেন্নাইতেই। শুধু তাই নয়, চেন্নাইতেই হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। সেটি ২৪ মে।

আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রথম কোয়ালিফায়ার এবং এলিমিনেটর ম্যাচ হবে। প্রথম কোয়ালিফায়ার ২১ মে ও এলিমিনেটর ২২ মে। চলতি মরসুমে সবে পাঁচটি ম্যাচ হয়েছে। আজ ষষ্ঠ ম্যাচ। ঘরের মাঠে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম হোম ম্যাচে তাদের প্রতিপক্ষ পঞ্জাব কিংস। আইপিএলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। পাঁচ বারের চ্যাম্পিয়ন সিএসকে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে।