সিএএ নিয়ে কেন্দ্রের কাছে জবাবদিহি চাইল সুপ্রিম কোর্ট

24 Hrs Tv:নিজস্ব প্রতিনিধি: সংশোধিত নাগরিকত্ব আইনে (সিএএ) স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। তবে কেন্দ্রকে তিন সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। ৯ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি। ওই দিন হলফনামার আকারে নিজেদের বক্তব্য জানাতে হবে কেন্দ্রকে। প্রসঙ্গত,সিএএ-র সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে এবং সংশোধিত নাগরিকত্ব আইন বলবৎ হওয়া বিধিতে স্থগিতাদেশ চেয়ে যে ২০টি মামলা হয়।

মঙ্গলবার সিএএ-র বিরোধিতা করে যে মামলাগুলি দায়ের হয়েছিল, সেগুলি একত্র করে শুনানি হয়। সরকারপক্ষের আইনজীবী হিসাবে মঙ্গলবার আদালতে উপস্থিত ছিলেন কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা। ওই মামলার প্রেক্ষিতে জবাব দেওয়ার জন্য আদালতের কাছে চার সপ্তাহ সময় চায় কেন্দ্র। সলিসিটর জেনারেল আদালতে বলেন, “সিএএ-তে কারও নাগরিকত্ব যাবে না।”

আসাদউদ্দিন ওয়াইসির হয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী কপিল সিব্বল। তিনি বিষয়টিকে জরুরি বলে অভিহিত করে কেন্দ্রের কাছে দ্রুত উত্তর দেওয়ার আর্জি জানান। মামলাকারীদের আর এক আইনজীবী ইন্দিরা জয়সিংহ জানান, সিএএ সংবিধানের বিরোধী এবং এর ফলে দেশের জনবিন্যাসে প্রভাব পড়বে। কাউকে এক বার নাগরিকত্ব দিয়ে দিলে, তা ফেরানো যায় না, সে কথা উল্লেখ করেন সিব্বল এবং ইন্দিরা। এই সময়ের মধ্যে যাতে কাউকে নাগরিকত্ব দেওয়া না হয়, সেই আর্জি জানান তাঁরা। প্রধান বিচারপতি সলিসিটর জেনারেলের কাছে জানতে চান, কোন প্রক্রিয়ায় নাগরিকত্ব দেওয়া হবে।

২০১৯ সালের ১১ ডিসেম্বর সিএএ পাশ করিয়েছিল কেন্দ্রের মোদী সরকার। ওই আইন অনুযায়ী, বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের মতো মুসলিম ধর্মাবলম্বী দেশ থেকে যদি সে দেশের ধর্মীয় সংখ্যালঘুরা ধর্মীয় উৎপীড়নের কারণে এ দেশে আশ্রয় চান, তা হলে তা দেবে ভারত। কিন্তু সিএএ-তে হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পার্সি এবং খ্রিস্টান শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হলেও সেখানে মুসলিম সম্প্রদায়ভুক্তদের কথা উল্লেখ করা হয়নি। এই ‘বৈষম্য’ কেন,তা নিয়ে প্রশ্ন তোলে বিরোধী দলগুলি।প্রায় সাড়ে চার বছর আগে সংসদের উভয় কক্ষে পাশ হওয়ার পর তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও অনুমোদন দিয়েছিলেন সিএএ বিলে। অনুমোদনের পর সিএএ কার্যকর করা নিয়ে কোনও বিজ্ঞপ্তি জারি করা হয়নি। প্রায় চার বছর পর গত ১১ মার্চ কেন্দ্রের তরফে বিবৃতি দিয়ে সারা দেশে সিএএ বিধি কার্যকর করার কথা জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *