
এবার মাসে মাসে বিদ্যুতের বিলের ভাবনায় রাজ্য !
24Hrs Tv, ওয়েব ডেস্ক: ত্রৈমাসিকের বদলে আগের মতো বিদ্যুতের মাসিক বিল চালু করা নিয়ে নয়া ভাবনায় এবার রাজ্য সরকার। কলকাতার বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ CESC-এর আওতায়। সেখানে প্রতি মাসে মাসেই আসে বিদ্যুতের বিল। সেই অনুযায়ী টাকা মেটাতে হয় গ্রাহকদের। আমফানের মতো প্রাকৃতিক বিপর্যয়ের পর CESC-এর পরিষেবা নিয়ে প্রশ্ন ওঠে। তবে অন্যান্য সময় CESC-এর পরিষেবা যে ভালই তা নিঃসন্দেহে স্বীকার করেন গ্রাহকরা। তবে পরিষেবার বিনিময়ে তুলনামূলক বেশি টাকা খরচ করতে হয় বলেই অভিযোগ কারও কারও।
বুধবার বিধানসভায় এক প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি বলেন, আগামী জানুয়ারি মাস থেকে কলকাতার ১১১, ১১২, ১১৩ ও ১১৪- এই চারটি ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে মাসিক বিল চালু করা হবে। ফলাফল দেখে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তাঁর কথায়, নিউটাউনের একটা অংশে মাসিক বিদ্যুতের বিল চালু করা হয়েছে। যদিও এবিষয়ে দু’রকম মতই রয়েছে। একদল চান মাসিক বিল ফিরিয়ে আনতে। অন্যদল ত্রৈমাসিক বিলের পক্ষে। সে কারণেই এই পরীক্ষামূলক বিল চালুর সিদ্ধান্ত। একইসঙ্গে যারা সময়মতো বিদ্যুতের বিল মেটাচ্ছেন না তাদেরও সচেতন করার দায়িত্ব নিতে স্থানীয় বিধায়কদের কাছে বিদ্যুৎমন্ত্রী আবেদন করেন।