এবার বিজেপি অখিল গিরির বিরুদ্ধে অভিযোগ দায়ের !

Read Time:5 Minute

২৪ আওয়ার্স টিভি ওয়েব ডেস্ক :রাষ্ট্রপতিকে ঘিরে কুরুচিকর মন্তব্যের ফলে গতকাল বিজেপি কর্মীদের নিয়ে হবিবপুরের বিজেপি বিধায়ক জুয়েল মুর্মু থানায় যান। তবে অখিল গিরিরকে মন্ত্রিত্ব পদ থেকে পদত্যাগের আর্জি জানিয়ে দাবি করেছেন বিজেপি বিধায়ক । তবে এই বিষয় নিয়ে দ্রুত ব্যবস্থা না নিলে এই আন্দোলন আরও বৃহত্তর আন্দোলনে পৌঁছাবে বিজেপি এমনটাই জানিয়েছে । কিন্তু এনিয়ে তৃণমূলের প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি । এবার কারা প্রতিমন্ত্রী অখিল গিরির বিরুদ্ধে মালদার হবিবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করল বিজেপি।

তৃণমূল বিধায়ক ও কারা প্রতিমন্ত্রী অখিল গিরি দেশের প্রথম মহিলা আদিবাসী রাষ্ট্রপতি সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছেন । আর এর ফলে রাজ্যে রাজনীতি উত্তপ্ত । যার কারণে বিজেপি জেলায় জেলায় বিক্ষোভ-অবরোধে নেমেছে । তবে শুধু শুক্রবারই নয়, এর আগেও ২৭ অক্টোবর অখিল গিরি নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়ায় ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির অনুষ্ঠানেও একই মন্তব্য করেছিলেন। সূত্রের খবর , এই প্রেক্ষাপটে রাষ্ট্রপতির সঙ্গে তোলা ছবি শেয়ার করে বিরোধী দলনেতা ট্যুইটে লেখেন, রাষ্ট্রের সাংবিধানিক প্রধানের প্রতি ‘সংশোধন অযোগ্য’ বেলাগাম নিকৃষ্ট মানের মন্তব্য করেন যিনি, উনিই আবার নাকি রাজ্যের সংশোধনাগার মন্ত্রী। সেখানে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও চড়াও সুরে সুর চড়ান ।

এদিকে বিজেপি রাষ্ট্রপতি সম্পর্কে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে কলকাতায় দফায় দফায় বিক্ষোভ দেখায় । আড়ণ পর শ্যামপুকুর থানায় অখিল গিরির বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বর্ধমানে পথে নামেন । নন্দীগ্রামের টেঙ্গুয়া মোড়ে অবরোধ করা হয় রাজ্য সড়ক। গেরুয়া ব্রিগেডের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে বিভিন্ন জায়গা । যেমন বাঁকুড়া , হুগলি ,কোচবিহার । এমনকি দিল্লিতেও অখিল গিরির বিরুদ্ধে FIR দায়ের হয়েছে । সংবাদ সংস্থা ANI সূত্রে দাবি, অখিল গিরিকে জাতীয় মহিলা কমিশনের তরফে তাঁর কুরুচিকর মন্তব্যের জন্য লিখিতভাবে ক্ষমা চাইতে বলা হয়েছে । রাজ্যের ডিজিকে এই ঘটনায় তদন্ত করে কঠোর ব্যবস্থা নিতে বলেছে কমিশন । এমনকি শুভেন্দু অধিকারী , অখিল গিরিকে মন্ত্রিসভা থেকে বরখাস্তের দাবি তুলে, রাজ্যপালকে চিঠি লিখে তাঁর সঙ্গে দেখা করার সময় চেয়েছেন ।

এছাড়াও তিনি আরও বলেন, অখিল গিরির সঙ্গে আমরা মমতা ব্যানার্জির সরকারকে তীব্র ভর্ত্‍‍সনা করছি । আদিবাসী সমাজ অত্যন্ত আক্রাশিত। তাঁদের সঙ্গেও আমরা কথা বলেছি। অখিল গিরির বিরুদ্ধে তারা FIR করবে। এদিকে রাষ্ট্রপতিকে নিয়ে অখিলের কুরুচিকর মন্তব্যের জন্য তৃণমূল নেতৃত্ব অস্বস্তির মুখে পড়েছে । মমন্ত্রীর মন্তব্যের কড়া সমালোচনা করে দলের তরফে ট্যুইটারে লেখা হয়েছে , ভারতের মাননীয় রাষ্ট্রপতি, দ্রৌপদী মুর্মুকে আমাদের পরম শ্রদ্ধা। আমাদের দলের বিধায়কের করা দুর্ভাগ্যজনক মন্তব্যের তীব্র নিন্দা করি এবং স্পষ্ট করে বলতে চাই যে, আমরা তীব্র বিরোধিতা করি অখিল গিরির কুরুচিকর মন্তব্যে । নারীর ক্ষমতায়নের যুগে এ ধরনের দুর্ব্যবহার গ্রহণযোগ্য নয়।পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, আমরা উন্নয়ন নিয়ে রাজনীতি করি,আমি নিজেই বিরাট কালো, আমাকে নেত্রী ভালবাসেন। আমি জানি না অখিল কি বলেছেন এবং কেনও বলেছেন ,আমরা সাদা কালো ধর্ম নিয়ে রাজনীতি করি না ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *