
এবার সেন্সরের কোপে শাহরুখের ‘পাঠান’
কিছুদিন ধরেই বিতর্কের শিরোনামে শাহরুখ খানের পাঠান। এবার সেন্সর বোর্ডে ধাক্কা খেল ‘পাঠান’। সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন কিছু পরিবর্তন আনতে বলেছে ‘পাঠান’ ছবিতে। সিবিএফসির চেয়ারপার্সন প্রসূন যোশী বলেছেন, গানের কিছু দৃশ্যের সাথে বেশ কয়েকটি ছবির দৃশ্য বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সার্টিফিকেটের জন্য এই ছবি জমা দেওয়া হয়েছিল। কিন্তু বোর্ডের গাইডলাইন অনুযায়ী বাদ পড়ে যায় বেশ কয়েকটি দৃশ্য। সেই নির্দেশই দিয়েছে বোর্ড।
এদিকে ‘পাঠান’-এর ‘বেশরম রং’ নিয়ে বিতর্ক অব্যাহত। বিশেষ করে দীপিকার গেরুয়া বিকিনি নিয়ে তীব্র আপত্তি তুলেছে বিজেপি নেতৃত্ব এবং হিন্দুত্ববাদী সংগঠনগুলি। এমনকি শাহরুখ খানকে জ্যান্ত পুড়িয়ে মারার হুমকিও আসে। অযোধ্যার এক সাধু তপস্বী চাভনির মহন্ত পরমহংস আচার্যর বক্তব্য, বেশরম রং গানটিতে ছবি নির্মাতারা গেরুয়া রংয়ের অবমাননা করেছেন। তারপরই তাঁর হুমকি, ‘শাহরুখকে জ্যান্ত পুড়িয়ে মারব! যে যে হলে এই সিনেমা দেখানো হবে, সেই সব হলেও আগুন লাগিয়ে দেব।’