গরীবের টাকা লুঠ করছে তৃণমূল: প্রধানমন্ত্রী মোদি

24 Hrs Tv:নিজস্ব প্রতিনিধি: রবিবার জলপাইগুড়িতে নির্বাচনী প্রচারের সভায় উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ মঞ্চে উঠেই বাংলায় কথা শুরু করেন মোদি ৷ তিনি সভাস্থলে উপস্থিত মানুষের উদ্দেশ্যে বলেন, “বড়রা আমার প্রণাম নেবেন, ছোটরা আমার ভালবাসা ৷ কিছুদিন আগেই জলপাইগুড়িতে ঝড়ে অনেকে তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন৷ তাদের প্রতি আমার সমবেদনা জানাই ৷ আহতদের দ্রুত আরোগ্য কামনা করি ৷” সূত্রের খবর, সভাস্থলের পিছনেই একটি তাঁবুতে ধূপগুড়িতে ঝড়ে বিপর্যস্ত দশটি পরিবারের সদস্যদের সঙ্গে আলাদা করে কথা বলতে পারেন প্রধানমন্ত্রী ৷

রাজ্যের তৃণমূল সরকারকে আক্রমণ করে মোদি বলেন, “তৃণমূল সরকার গরীব বিরোধী ৷ কেন্দ্রীয় প্রকল্পের সুফল থেকে তাই বঞ্চিত রাজ্যবাসী৷ গরীবের জন্য টাকা পাঠিয়েছে কেন্দ্র, সেই টাকা লুঠ করছে তৃণমূল৷ গরীব কল্যাণই মোদি সরকারের মূল লক্ষ্য৷”

আক্রমণের ঝাঁঝ বাড়িয়ে মোদি বলেন, “পশ্চিমবঙ্গে সিন্ডিকেট রাজ চলছে৷ তোলাবাজদের বাঁচাতে কেন্দ্রীয় এজেন্সিকে বাধা দিচ্ছে তৃণমূল৷ বাংলায় সবক্ষেত্রে আদালতকে হস্তক্ষেপ করতে হচ্ছে৷ সন্দেশখালির অপরাধীদের কড়া শাস্তি হওয়া উচিত কিনা বলুন ?” সভাস্থলে উপস্থিত সাধারণ মানুষের কাছে প্রশ্ন ছুড়ে দেন প্রধানমন্ত্রী ৷ এর পরই মানুষের কাছে আহ্বান জানান, “এই ভোটেই তৃণমূলকে উচিত শিক্ষা দিতে হবে৷ বুথে বুথে তৃণমূলের জামানত জব্দ করতে হবে৷”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *