
কলকাতায় ‘স্যাম বাহাদুর’ এর শ্যুটিং-এ ভিকি কৌশল
এবার কলকাতায় শুরু হতে চলেছে ‘স্যাম বাহাদুর’ ছবির শ্যুটিং। এই ছবির শ্যুটিং এর কাজে কলকাতায় এসে পোঁছেছেন অভিনেতা ভিকি কৌশল। ব্যারকপুর সেনা ছাউনিতে হবে ছবির শ্যুটিং। এছাড়া ছবির শ্যুটিং হবে কলকাতার ফোর্ট উইলিয়মেও। ভারতের প্রথম ফিল্ড মার্শাল জেনারেল স্যাম মানেকশরের জীবন কাহিনী নিয়ে আসছে এই বায়োপিক।
‘স্যাম বাহাদুর’ ছবিটি পরিচালনা করছেন পরিচালক মেঘনা গুলজার। এটি ভারতের প্রথম ফিল্ড মার্শাল জেনারেল স্যাম মানেকশর এর বায়োপিক। ইতিমধ্যেই এই সিনেমায় ভিকি কৌশলের ফার্স্ট লুকও প্রকাশ্যে এসেছে। এই ছবিতে সান্য মালহোত্র এবং ফতিমা সানা শেখও অভিনয় করছেন। অক্টোবর মাসে সিনেমাটির প্রথম শিডিউলের শ্যুটিং শেষ করেন ভিকি। এবার শ্যুটিং শুরু হবে কলকাতায়। প্রায় এক সপ্তাহের শিডিউলে ব্যারাকপুর এবং কলকাতা মিলিয়ে শ্যুটিং করবেন ভিকি।