বহরমপুর সভা থেকে কি বললেন মুখ্যমন্ত্রী ?

24Hrs Tv ওয়েব ডেস্ক : কোয়েল বনিক : বেশ কিছুদিন আগেই বিজেপি বিরোধী INDIA শিবিরে বড় ধাক্কা। কিছুদিন আগেই ‘রাহুল গাঁধী’ নেতৃত্বে শুরু হয়েছিল ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’। আর সেই যাত্রা বাংলা আসবে বলা হয়েছিল। এই প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী বলেছিলেন, আমার সাথে কারোর সম্পর্ক নেই। কারোর সাথে কথা হয়নি। বাংলায় আসছে একবারও জানায়নি পর্যন্ত। বাংলার ব্যাপারে কংগ্রেসের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আজ মালদহ যান রাহুল গাঁধী একই দিনে ঠিক কিছুটা দূরত্বে ইংরেজবাজারে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বহরমপুর থেকে একটি সভায় কিছু বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। বহরমপুর সভা থেকে মুখিমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,বিজেপি এক নম্বরের দালাল সিপিএম। এছাড়াও তৃণমুল নেত্রী বলেন, আমি কংগ্রেস করতাম,আমাকে তাড়িয়ে দিয়েছিল। সিপিএম অনেক মেরেছে, ওদের আমি ক্ষমা করবোনা বক্তব্য মুখ্যমন্ত্রীর। কংগ্রেসের সঙ্গে আমার সম্পর্ক ভালো ছিল মমতা বন্দোপাধ্যায়। সিপিএমের জন্য কংগ্রেসের সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছে। তৃণমূল নেত্রী বলেন, কি খাবেন তাও কী বিজেপি ঠিক করে দেবে। কেন্দ্রিয় বঞ্চনার প্রতিবাদে ধর্নায় মুখ্যমন্ত্রীর পাশে অধীর। কলকাতার বদলে দিল্লীর যাওয়ার কথা বললেন অধীর চৌধুরী ।


কয়েকদিন আগে কংগ্রেসের সভাপতি বলেছিলেন, এত যে দুর্নীতি,তদন্ত সেখানে আইনশৃঙ্খলা ভেঙ্গে পড়ছে। আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে এই কারনেই রাষ্ট্রপতি শাসন জারি করা উচিত বক্তব্য অধির চৌধুরীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *