সাধারণের জন্যে ফের কবে থেকে খুলবে রাম মন্দিরের দরজা?

24 Hrs Tv: নিজস্ব প্রতিনিধি: অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের আগে শনিবার থেকেই সাধারণের জন্য বন্ধ করা হল রামলালার দর্শন। রাম জন্মভূমি পথে লোহার ব্যারিকেড বসানো হয়েছে। অস্থায়ী রাম মন্দির থেকে গতকালই রামলালাকে নিয়ে যাওয়া হয় নব নির্মিত মন্দিরে রামলালার নব নির্মিত মূর্তিতে ২২ জানুয়ারি প্রাণ প্রতিষ্ঠা করা হবে। উদ্বোধনের পর মঙ্গল অথবা বুধবার থেকে সাধারণ মানুষ রামলালাকে দর্শন করতে পারবেন। রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠার আগে শাস্ত্রীয় আচার মেনে হচ্ছে বিশেষ পুজো। শনিবারই সরর্যূ নদীর জলে রাম জন্মভূমি মন্দিরের গর্ভগৃহ শোধন করা হয়েছে। পালন করা হচ্ছে বাস্তু শান্তি ও অন্নধিবাস আচার বিধি।ভারতের নানা প্রান্ত থেকে আসছে রামলালার জন্য উপহার। সুন্দরবন থেকে ১০১ কেজি মধু পাঠিয়েছেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। রাজস্থান থেকে এসেছে ঘি। বৃন্দাবন থেকে লাড্ডু, এছাড়াও ভডোদরা থেকে ১০৮ ফুট লম্বা ধূপ। রাম মন্দির উদ্বোধন উপলক্ষে হায়দরাবাদ থেকে এসেছে ১ হাজার ২৬৫ কেজি লাড্ডু।

অনুষ্ঠানের আগেই কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে অযোধ্যাকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ২২ জানুয়ারি, সোমবার মন্দিরের উদ্বোধন করবেন। রাম মন্দির উদ্বোধন নিয়ে অপেক্ষার প্রহণ গুণছে দেশবাসী। প্রধানমন্ত্রী থেকে শুরু করে সাধারণ মানুষের নিরাপত্তা, যানজট আইন-শৃঙ্খলা রক্ষার জন্যে উত্তরপ্রদেশ রাজ্য পুলিশ বিশাল সংখ্যক বাহিনী মোতায়েন করেছে। সঙ্গে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স এবং এক কোম্পানি ন্যাশনাল সিকিউরিটি গার্ড মোতায়েন হয়েছে। যেহেতু আজ থেকে সাধারণের জন্যে রামলালার বিগ্রহ দর্শন বন্ধ , তাই প্রশাসন মন্দিরের প্রায় দেড় কিলোমিটার আগে থেকেই আগত পূর্ণ্যার্থীদের মন্দিরেযাওয়ার পথে ব্যারিকেড বসিয়ে দিয়েছে জন-শৃঙ্খলা বজায় রাখার জন্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *