কলকাতায় বিশ্ব এইডস দিবস পালন

২৪ আওয়ার্স টিভি , সৌরভ দত্ত : এইচআইভি এইডস এমন একটি সংক্রমণ যা বিশ্বের সবচেয়ে জটিল রোগের বিভাগে রাখা যেতে পারে। চিকিৎসা ও সতর্কতা অবলম্বন করে অনেক ক্ষেত্রে এই রোগ নিয়ন্ত্রণ করা গেলেও এই রোগে মৃত্যুর হার যে অনেক বেশি তা অস্বীকার করা যায় না ।

আক্রান্তের সংখ্যা এবং এই রোগে যারা মারা গিয়েছে তাদের পরিসংখ্যান এবং এর সঙ্গে সম্পর্কিত রোগ দেখে এই রোগের গুরুতরতা অনুমান করা যায় । ইউএন এইডস (ইউনিসেফের একটি শাখা) এর পরিসংখ্যান অনুসারে, শুধুমাত্র ২০২১ সালে, প্রায় ১.৫ কোটি মানুষের এইচআইভি এইডস সংক্রমণের বিষয়টি নিশ্চিত করা হয়েছিল, যারমধ্যে ৬.৫০ লাখ মানুষ এই সংক্রমণ এবং সম্পর্কিত রোগের কারণে মারা গিয়েছে ।

এখনও পর্যন্ত সারা বিশ্বে প্রায় ৮ কোটি ৪২ লাখ মানুষ এইডসে আক্রান্ত হয়েছে, যার মধ্যে প্রায় ৪ কোটি ১ লাখ মানুষ মারা গিয়েছে । এই পরিসংখ্যানের উপর ভিত্তি করে বললে ভুল হবে না যে এইচআইভি এইডস বর্তমানে বিশ্বের অন্যতম বড় স্বাস্থ্য সমস্যা ।বিশ্ব মঞ্চে এইচআইভি এইডস সংক্রমণ সম্পর্কে জনগণকে সচেতন করা এবং সচেতনতা ছড়িয়ে দেওয়া এবং এর সঙ্গে সম্পর্কিত ভুল ধারণা এবং চিকিৎসা সম্পর্কে তথ্য প্রদানের লক্ষ্যে প্রতি বছর ১ ডিসেম্বর বিশ্ব এইডস দিবস পালিত হয়।

থিম এবং উদ্দেশ্যবিশ্ব এইডস দিবস উদযাপনের মূল উদ্দেশ্য শুধুমাত্র এই সংক্রমণ এবং এর চিকিৎসা সম্পর্কে সারা বিশ্বের মানুষের মধ্যে সচেতনতা ছড়িয়ে দেওয়া নয়, সেইসঙ্গে সেই সমস্ত মানুষের প্রতি সংহতি বা সমর্থন জানানো এবং যারা এইডস-এ আক্রান্ত তাদের সাহায্য করার প্রচেষ্টা করা । কষ্ট এর পাশাপাশি এই উপলক্ষ্যে আন্তর্জাতিক পর্যায়ে এইডস এবং এরসঙ্গে সম্পর্কিত রোগে মারা যাওয়া ব্যক্তিদের শোক জানানোরও সুযোগ রয়েছে। তাৎপর্যপূর্ণভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে শুরু হওয়া বিশ্ব এইডস দিবসটি প্রতিবছর একটি থিম নিয়ে পালিত হয়

সমাজে ছড়িয়ে থাকা বৈষম্য দূর করে এইডসকে মূল থেকে নির্মূল করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে ‘সমান করুন’ প্রতিপাদ্য নিয়ে এই বছর বিশ্ব এইডস দিবস পালিত হচ্ছে ।ইতিহাসপ্রকৃতপক্ষে এইডস সম্পর্কিত এমন একটি অনুষ্ঠান আয়োজনের ধারণাটি প্রথম প্রস্তাব করা হয়েছিল ১৯৮৭সালে ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার গ্লোবাল অন এইডস কর্মসূচির দুই তথ্য কর্মকর্তা জেমস ডব্লিউ বুন এবং টমাস নেটার প্রথমে এই অনুষ্ঠানটি উদযাপনের ধারণা সবার সামনে তুলে ধরেন । এরপর “গ্লোবাল অন এইডস” এর পরিচালক জোনাথন মান ১ ডিসেম্বর, ১৯৮৮কে বিশ্ব এইডস দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নেন । যারজন্য থিম নির্ধারণ করা হয়েছিল ‘যোগাযোগ’। দুর্বার সংগঠনের উদ্যোগে উত্তর কলকাতায় যৌনকর্মীরা এইডস সচেতনতায় পদযাত্রা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *