ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ-এর টিকিট দাম শুনে অবাক হবেন আপনিও

করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের আঘাতে গোটা বিশ্ব এখন লন্ড ভন্ড। এরই মধ্যে ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে চলেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ। এই ম্যাচের টিকিটের সর্বোচ্চ দাম শুনলে চক্ষু চড়কগাছে উঠতে বাধ্য। ভারত ও নিউজিল্যান্ডের এই হাইভোল্টেজ মোকাবিলা ঘিরে উন্মাদনা বেড়েছে এতটাই যে ম্যাচের টিকিট প্রায় ২ লক্ষ টাকা দিয়ে কিনতেও পিছপা হচ্ছেন না ক্রিকেট ফ্যানরা।

এক জনপ্রিয় সংবাদমাধ্যমের প্রচার করা খবরে বলা হয়েছে করোনা ভাইরাসের আবহে আইসিসি-র বেঁধে দেওয়া নিয়ম অনুযায়ী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ফাইনালের টিকিটের অংশ ব্যালট পদ্ধতির মাধ্যমে বিক্রি করা হয়েছে। সূত্রের খবর ১৩ই মে-র পর সেই প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হয়েছে। খুব কম সংখ্যক ক্রিকেট প্রেমীই ব্যালট পদ্ধতির মাধ্যমে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের টিকিট সংগ্রহ করতে পেরেছেন। ম্যাচের বিভিন্ন দিনের অবশিষ্ট প্রবেশপত্র আইসিসি-র অফিসিয়াল টিকিট এবং ট্রাভেল এজেন্টদের থেকে সংগ্রহ করা যাচ্ছে বলে খবর। আর সেখানে চাহিদা এতটাই যে তা অনেকেরই ধরাছোঁয়ার বাইরে।

সেই কারণেই অনেক ক্রিকেট প্রেমী ম্যাচের টিকিট ট্রাভেল এজেন্টদের কাছ থেকে প্রায় ২ লক্ষ টাকা দিয়ে কিনছেন বলে সূত্র মারফত জানানো হয়েছে। বলা হয়েছে যে টিকিটের চাহিদা অনুযায়ী সেগুলি দাম ও স্থান অনুযায়ী ব্রোঞ্চ এবং সিলভার ক্যাটেগরিতে ভাগ করা হয়েছে।

আগামী ১৮ জুন সাউদাম্পটনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ঐতিহাসিক ও প্রথম ফাইনাল ম্যাচ শুরু হতে চলেছে। হাই-ভোল্টজ ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হতে চলেছে ভারতীয় ক্রিকেট দল। ম্যাচ পাঁচ দিন পর্যন্ত গড়ালে ২২ জুন সেটি শেষ হওয়ার কথা। সেই আশায় ক্রিকেট প্রেমীদের মধ্যে ম্যাচের চতুর্থ ও পঞ্চম দিনের টিকিট কাটার হিড়িকও চোখে পড়ার মতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *