সুরনন্দন ভারতীর ২৯ তম সর্বভারতীয় সম্মেলন

২৪ আওয়ার্স টিভি, সৌরভ দত্ত : সুরনন্দন ভারতীর সাথে আমি এবং আমার স্বামী গুরু বিপিন সিং জন্মলগ্ন থেকে জড়িয়ে। মণিপুরি নৃত্য বিভাগের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। দীর্ঘ ২৯ বছর ধরে দেশে ও বিদেশে সুরনন্দন ভারতীর প্রচার ও প্রসার যেভাবে এগিয়ে চলেছে তাতে সত্যিই আমার গর্ব অনুভব হয়। এমনকি রাষ্ট্রসঙ্ঘের স্বীকৃতিও এই সংস্থার রয়েছে। পরীক্ষা, পত্রিকা প্রকাশনা, বিভিন্ন আঙ্গিকের বই প্রকাশ, ওয়ার্কশপ ও সারা বছর ধরে বিভিন্ন ধরণের অনুষ্ঠান সারা ভারতের বহু সাংস্কৃতিক ব্যক্তিত্বদের অনুপ্রাণিত করে। রবিবার কলকাতার জ্ঞান মঞ্চে সুরনন্দন ভারতীর ২৯ তম সর্বভারতীয় সম্মেলন, সমাবর্তন ও সুরনন্দন উৎসবের উদ্বোধন করে কিংবদন্তি মণিপুরি নৃত্য গুরু কলাবতী দেবী এ কথা বলেন। কলকাতা হাইকোর্টের বিচারপতি অপূর্ব সিংহ রায় ও রবীন্দ্রভারতী বিশ্ব বিদ্যালয়ের ডিন – ওডিসি নৃত্য গুরু অধ্যাপিকা ড. পুষ্পিতা মুখার্জী সম্মেলনে বক্তব্য রাখেন।

সম্মেলনে দেশ ও বিদেশের মোট ৯৬ জন শিল্পীদের হাতে মানপত্র ও স্মারক তুলে দেওয়া হয়। এই সম্মানগুলি তুলে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অপূর্ব সিংহ রায়, বিশিষ্ঠ তবলা গুরু পণ্ডিত মল্লার ঘোষ, দক্ষিণ কোরিয়ার বিশিষ্ঠ কবি – অর্থনীতিবিদ অধ্যাপক ড. গৌরাঙ্গ দাশ, প্রাগের বিশিষ্ট চিত্রশিল্পী – সঙ্গীতশিল্পী – কবি পাপিয়া ঘোষাল, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ডিন – ওডিসি নৃত্যগুরু অধ্যাপিকা ড. পুষ্পিতা মুখার্জী, বিশিষ্ট সরোদ শিল্পী পণ্ডিত অম্লান দত্ত এবং বিশিষ্ট সঙ্গীত ও হারমোনিয়াম শিল্পী পণ্ডিত কেশব ব্যানার্জী । এ বছর জীবনকৃতি সম্মান পেলেন আসামের তবলা গুরু পণ্ডিত কল্যাণ ডেকা, কলকাতার নৃত্যগুরু স্নুহি চৌধুরী, বিজ্ঞানী ও সঙ্গীতশিল্পী তানিয়া দাশ, গুজরাটের নৃত্যগুরু জয়ালক্ষ্মী অরুণ এবং ওড়িশার বিশিষ্ট চিত্রশিল্পী বাদল কুমার মন্ডল। দক্ষিণ কোরিয়ার কবি – অর্থনীতিবিদ অধ্যাপক গৌরাঙ্গ দাশ তার কবিতার বই – এর জন্য এবং ত্রিপুরার বিশিষ্ট কবি মৌসুমী কর পাচ্ছেন কাব্যনন্দন পুরস্কার। শ্রেষ্ঠ কেন্দ্রাধক্ষ্য হিসেবে পুরস্কার পান বেবেজিয়া আসামের ধ্রুবজ্যোতি শর্মা বরুয়া। এ বছরের শ্রেষ্ঠ ছাত্রী হিসেবে পুরস্কার পান শংকর মাধব চিত্রকলা বিদ্যালয়ের ছাত্রী নিরমলি দাশ।

সারাদিন ব্যাপী সুরনন্দন উৎসবে অসম, ত্রিপুরা, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে সঙ্গীত, নৃত্য, চিত্র ও আবৃত্তি শিল্পীরা তাদের প্রতিভার মধ্য দিয়ে দর্শকদের আনন্দ দেন।

সম্মেলনে দক্ষিণ কোরিয়ার কবি অধ্যাপক ড. গৌরাঙ্গ দাশ এর কবিতার বই “মুহূর্তের কবিতাগুচ্ছ” , ঋতীশ রঞ্জন চক্রবর্তীর “দ্যোতনার দেওয়াল” এবং ভারত বর্ষের ৮৪ জন বিখ্যাত কৃতি শিল্পীদের জীবন সাধনা নিয়ে ঋতীশ রঞ্জন চক্রবর্তী সম্পাদিত প্রকাশিত ইংরেজি বই “রিফালজেন্ট লিউমিনারিস” – এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়। সম্মেলনে বর্ণময় স্মরণিকা ও প্রকাশিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *