
টিটাগড়ে বোমা বিস্ফোরণ কাণ্ডে গ্রেফতার ৬
২৪ আওয়ার্স টিভি, ওয়েব ডেস্ক : উত্তর ২৪ পরগনার টিটাগড়ে বোমা বিস্ফোরণে দুই নাবালক জখম হয়েছিল । সেই ঘটনার জেরে পুলিশ ৬ জনকে গ্রেফতার করেছে । পুলিশ সূত্রের খবর , এই ধৃতরা স্থানীয় দুষ্কৃতী এবং তারাই মাঠের মধ্যে বোমা রক্ষিত করেছিল। বুধবার টিটাগড়ের উড়ানপাড়ার মাঠে সন্ধে সাড়ে ৭টা নাগাদ বিস্ফোরণ হয় । ওই দুই নাবালক বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে জখম হয় । ঘটনাস্থল থেকে একটি তাজা বোমা উদ্ধার হয় । ঘটনাস্থলের কাছেই প্রাইমারি স্কুল রয়েছে ।

বিস্ফোরণের পর এলাকায় আতঙ্ক ছড়িয়েছে পড়ে । সামনেই পঞ্চায়েত নির্বাচন । আর নির্বাচনের আগে বিভিন্ন জায়গা থেকে অস্ত্র উদ্ধার হচ্ছে । রাজ্যের একাধিক জায়গায় থেকে বোম স্কোয়াড উদ্ধার করছে বোমা । কাদা ছোড়াছুড়ি চলছে রাজনৈতিক মহলের মধ্যে। তবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর এই মুহূর্তে অতি সক্রিয় রাজ্য পুলিশ । ফলে অপরাধীদের খোঁজ চলছে। এবার টিটাগড়ে বোমা বিস্ফোরণে দুই নাবালকের জখমের জেরে হওয়ার ঘটনাতে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তের ফলে একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে আসবে ।

তবে রাজ্যের রাজনীতি বারুদ -স্তূপে পরিণত হয়েছে , এমন কাথা অনেকদিন আগেই রাজ্যপাল জগদীপ ধনখড় বলেছিলেন । এরপর সেই সুরেই একে একে রাজ্যের বিরোধী শীর্ষনেতাদেরও হাজির হতে দেখা যায়। দিলীপ ঘোষ বলেন , অনেকের রাজনীতিটা যেরকম, মাঝখানে অর্জুন সিং এসেছিলেন, তার উপরে অ্যাটাক হত। তিনি বাধ্য হয়ে চলে গিয়েছেন । যত ক্রিমিন্য়ালরাই রাজনীতিটা কন্ট্রোল করছে। বন্দুক হাতে দেওয়া হচ্ছে। কাজকর্ম নেই, বেকার হয়ে বহু ছেলে ঘুরে বেড়াচ্ছে । স্কুলে ক্লাস চলাকালীন বোমা বিস্ফোরণ হয়। এছাড়াও দিলীপ ঘোষ বলেন, আর দুর্ভাগ্যের বিষয়, স্কুলে দিনের বেলায় ক্লাস চলা কালীন বোম ব্লাস্ট হচ্ছে। যদি ক্লাসের মধ্য়েই বোমটা চলে আসত,তাহলে কত প্রাণহানি হত। তিনি ক্ষোভ প্রকাশ করে প্রশ্ন তোলেন , এর ফলে কোন ভরসায় মা-বাবারা ছেলে মেয়েদের সরকারি স্কুলে পাঠাবে?