কলকাতায় ঘাঁটি গাড়ছেন আম আদমি পার্টি!

24Hrs Tv, ওয়েব ডেস্কঃ- বর্তমানে দিল্লি এবং পঞ্জাব, দেশে মোট দুটি রাজ্যে ক্ষমতায় আছেন কেজরিওয়াল। এক্ষেত্রে সম্প্রতি পঞ্জাবে জয় লাভ করে ক্ষমতায় এসেছে আম আদমি পার্টি। বর্তমানে বিজেপি সরকারকে পরাজিত করে গুজরাট দখল করতে মরিয়া তারা আর এর মাঝেই বাংলায় রাজ্য দফতরের উদ্বোধন বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, পঞ্জাব জয়ের পরেই জল্পনা উঠতে শুরু করে, মধ্য কলকাতায় রাজ্য দফতর প্রতিষ্ঠা করার মাধ্যমে বাংলায় ক্ষমতা বিস্তার করতে তৎপর হয়ে উঠবে আম আদমি পার্টি। তবে বর্তমানে বদলেছে চিত্র! বাংলা ছেড়ে এই মুহূর্তে গুজরাটের দিকেই মন পড়ে রয়েছে অরবিন্দ কেজরিওয়ালের। তবে সূত্র মারফত ইতিমধ্যেই জানা গিয়েছে যে, আগামীকালই কলকাতার রুবি মোড়ের নিকট হালতু হসপিটাল রোডে উদ্বোধন করা হতে চলেছে আম আদমি পার্টির রাজ্য দফতর, যার উদ্বোধন করবেন দলের কেন্দ্রীয় নেতা সঞ্জয় বসু।

এই প্রসঙ্গে সঞ্জয় বসু বলেন, “আমাদের পরিকল্পনা মত বাংলার বেশ কয়েকটি জেলায় দলের সংগঠন শক্তিশালী করা গিয়েছে। তবে রাজ্য দফতর তৈরি করা অত্যন্ত প্রয়োজনীয় হয়ে পড়েছিল। ভালো স্থানের খোঁজ করে চলেছিলাম আমরা। অবশেষে বাংলায় দায়িত্বপ্রাপ্ত নেতারা কলকাতার একটি স্থান চূড়ান্ত করেছেন।” এক্ষেত্রে জেলায় জেলায় আম আদমি পার্টির দফতর থাকলেও এতদিন পর্যন্ত তাদের কোনো স্থায়ী রাজ্য দফতর ছিল না। অবশেষে আগামীকালই যার উদ্বোধন করতে চলেছেন সঞ্জয় বসু।যদিও বর্তমানে বাংলার দিকে দলের সেরকম নজর নেই বলেই জানা গিয়েছে। এদিন সেই প্রসঙ্গেই আপ কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “এখন আমাদের পাখির চোখ গুজরাট। দলের সিদ্ধান্ত অনুযায়ী আমরা এগিয়ে চলেছি। গুজরাটে আমরা জয়ের অনেক কাছাকাছি চলে এসেছি। তাই অন্যদিকে নজর দেওয়া হবে না।” একইসঙ্গে এই মুহূর্তে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাংলায় আসার সম্ভাবনা নেই বলেও জানান তিনি।সঞ্জয় আরো বলেন, “বাংলায় একাধিক মানুষ আম আদমি পার্টির সঙ্গে যুক্ত হতে এবং কাজ করতে চাইছেন। তবে এক্ষেত্রে রাজ্য দফতর না হওয়ায় একটা সমস্যা দেখা দিয়েছিল। এবার তার সমাধান হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *