এসএসসি দুর্নীতিকাণ্ডে বিস্ফোরক মন্তব্য সুবীরেশের!

24Hrs Tv, ওয়েব ডেস্ক : এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় উঠে এল এক চাঞ্চল্যকর তথ্য। বিস্ফোরক বয়ান দিলেন সুবীরেশ ভট্টাচার্য। এসএসসি দুর্নীতি মামলার তদন্তে একাধিক জনকে জিজ্ঞাসাবাদ করে উঠে আসে সুবীরেশ ভট্টাচার্যের নাম। বেশ কিছু নথিও বাজেয়াপ্ত করা হয়। তার থেকে যে তথ্যপ্রমাণ সিবিআই-এর হাতে আসে, তার সঙ্গেও সুবীরেশ ভট্টাচার্যের একাধিক যোগ পাওয়া যায়। এর আগে তার দক্ষিণ কলকাতার বাঁশদ্রোণীর ফ্ল্যাটে একাধিকবার তল্লাশি চালায় সিবিআই। উত্তরবঙ্গে শিলিগুড়িতেও তল্লাশি অভিযানে করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। গ্রেফতারের সময় এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য কর্মরত ছিলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে। এরপরই এসএসসি দুর্নীতি মামলায় সুবীরেশ ভট্টাচার্যকে গ্রেফতার করে সিবিআই।

সিবিআই-এর জেরায় সুবীরেশ ভট্টাচার্য দাবি করেন, নির্দেশ উপরমহল থেকে আসত। মন্ত্রীর ঘনিষ্ঠ এক ব্যক্তি মন্ত্রীর হয়ে যাবতীয় নির্দেশ দিতেন। এদিকে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গলায় আবার উলটো সুর। তিনি আবার এসএসসি নিয়োগ দুর্নীতির দায় চাপিয়েছেন শিক্ষা দফতরের উপরই। সিবিআই জেরায় পার্থ চট্টোপাধ্যায় দাবি করেন, ‘ডিপার্টমেন্ট থেকে ফাইল আসত। আমি তাতে শুধু সই করে দিতাম। আমার ক্ষমতা ছিল খুবই সীমিত। তাঁদের উপর ভরসা রেখেছিলাম। আজ তারাই আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।’ পাশাপাশি, আদালতে দাঁড়িয়ে তিনি আরও দাবি করেন, ‘আমার এখানে কী ভূমিকা? এসএসসি সম্পূর্ণ আলাদা একটি সংস্থা। তারা সব্য তথ্য মুছে দিয়েছে। সেখানে আমি কী করতে পারি?’ এই মন্তব্য করেই পার্থ শিক্ষক নিয়োগ দুর্নীতির সমস্ত দায় চাপান এসএসসি-র উপরই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *