কোভিড ভ‍্যাক্সিন কেনার জন্য ভিক্ষাবৃত্তি

নজিরবিহীন এই ঘটনায় হৈ চৈ পড়ে গেল জলপাইগুড়ি শহরে। সরকারি ভাবে ভ্যাক্সিন না পেয়ে বেসরকারি ক্ষেত্রে চড়া দরে ভ্যাক্সিন কেনার জন্য ভিক্ষে করতে বসলেন জলপাইগুড়ি শহরের অন্যতম কোভিড যোদ্ধা সমৃদ্ধ সেচ্ছাসেবী সংস্থা গ্রীন জলপাইগুড়ির ৪০ জন কোভিড যোদ্ধা।

এই করোনা কালে গত দেড় বছর ধরে করোনা আক্রান্ত রোগী, পরিযায়ী শ্রমিক, বিনামূল্যে অক্সিজেন, টোটো এম্বুলেন্স, বিনামূল্যে অ্যাম্বুলেন্স, বিনামূল্যে শববাহী গাড়ি ইত্যাদি বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে নজর কেড়েছেন তাঁরা। জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দফতর ও জেলা প্রশাসনকে বারবার আবেদন নিবেদন করার পরও স্বেচ্ছাসেবী সংগঠন গ্রীন জলপাইগুড়ির কোভিড যোদ্ধারা ভ‍্যাকসিন পাননি বলে অভিযোগ সদস্যদের। তাই জলপাইগুড়ি শহরে করোনা সহ বিভিন্ন পরিষেবা চালাতে গিয়ে তাঁরা যাতে করোনায় আক্রান্ত না হয়ে পড়েন তাই তাঁরা সিদ্ধান্ত নেন বেসরকারি ভাবে ভ্যাক্সিন নেবেন।

কিন্তু বেসরকারি ভাবে ভ্যাক্সিন কিনে সংগঠনের ৪০ জন সদস্যদের দিতে গেলে প্রায় ৪০০০০ হাজার টাকার প্রয়োজন।সেই টাকা আয়োজনের বিষয়ে তারা বৈঠক করেন। সেই বৈঠকে সিদ্ধান্ত হয় পরিষেবা বজায় রাখার পাশাপাশি প্রতিদিন ১ ঘন্টা করে শহরের বিভিন্ন জনবহুল এলাকায় তাঁরা ভিক্ষে করে ভ্যাক্সিন কেনার টাকা জোগাড় করবেন। সেই সিদ্ধান্ত মোতাবেক শনিবার সকালে জলপাইগুড়ি শহরের কদমতলা দুর্গা বাড়ি এলাকায় রাস্তার পাশে ভিক্ষে করতে বসেন তাঁরা।

তাঁদের অসহায় অবস্থা দেখে সহানুভূতি প্রকাশ করে তাঁদের পাশে দাঁড়ায় পথ চলতি মানুষেরা। প্রথম দিন এক ঘন্টায় তারা ১৫০০০টাকা সংগ্রহ করেন বলে সংস্থা সুত্রে জানা গেছে। এই ঘটনায় মিঠুন সাহা নামে শহরের এক বাসিন্দা বলেন, ‘বাজার যাচ্ছিলাম। দেখলাম এনারা রাস্তার ধারে বসে ভ্যাক্সিনের জন্য ভিক্ষে চাইছে। আচমকাই এই দৃশ্য দেখে আমার খুবই লজ্জা লাগলো। তাই আমার পক্ষে যা সাহায্য করার করলাম। তবে আমি চাই প্রশাসন এগিয়ে এসে এনাদের সমস্যার সমাধান করুক।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *