মমতার ‘আপত্তিকর ভাষা’ প্রয়োগ নিয়ে কমিশনে নালিশ ঠুকল বিজেপি

24 Hrs Tv:নিজস্ব প্রতিনিধি: বৃহস্পতিবার কোচবিহারের মাথাভাঙায় নির্বাচনী প্রচারের সময় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ‘আপত্তিকর ভাষা’ প্রয়োগ করেছেন বলে অভিযোগ করে রাজ্য বিজেপি ৷ এই মর্মে শুক্রবার নির্বাচন কমিশনে মমতার বিরুদ্ধে নালিশ করল বিজেপি ।

ক্ষমা চেয়েও নিস্তার মিলল না! বৃহস্পতিবার কোচবিহারের মাথাভাঙায় নির্বাচনী প্রচারের মঞ্চে বক্তব্য রাখার সময় মুখ্যমন্ত্রী ‘আপত্তিকর ভাষা’ প্রয়োগ করেছেন বলে অভিযোগ করে গেরুয়া শিবির ৷ এই অভিযোগে শুক্রবার নির্বাচন কমিশনে নালিশ জানাল বিজেপি ।

রাজ্য বিজেপির পক্ষ থেকে নির্বাচন কমিশনকে দেওয়া ওই চিঠিতে লেখা হয়েছে, কোচবিহারে নির্বাচনী প্রচারে বক্তব্য রাখার সময় তৃণমূলের সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী অসাংবিধানিক এবং আপত্তিকর ভাষার ব্যবহার করেছেন । নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোট প্রচারের সময় আদর্শ নির্বাচনী আচরণ বিধি বজায় রাখা এবং নির্বাচনী প্রচারের মর্যাদা বজায় রাখার প্রতি বারে বারে নজর নির্দেশ দেওয়া হয়েছে ।

রাজ্য বিজেপির আরও অভিযোগ, তবুও প্রচার মঞ্চ থেকে বক্তব্য রাখার সময় দেশের প্রধানমন্ত্রীর দেওয়া সুবিধার কথা বলার ক্ষেত্রে অসাংবিধানিক এবং আপত্তিকর ভাষা প্রয়োগ করেন মমতা। ওই চিঠিতে আরও অভিযোগ করা হয়েছে, শুধু তৃণমূল সুপ্রিমোই নন, দলের অন্য তারকা প্রচারকরাও বিভিন্ন সময় এই ধরনের আপত্তিকর ভাষা ব্যবহার করেছেন । বিশেষ করে মহিলাদের সম্বন্ধে কিছু বলার সময় তাঁরা সমস্ত মাত্রা ছাড়াচ্ছেন।প্রসঙ্গত, গতকাল মাথাভাঙায় নির্বাচনী প্রচারের মঞ্চে ভাষণ দেওয়ার সময় মুখ্যমন্ত্রী অপশব্দ ব্যবহারের পর সর্বসমোক্ষে ক্ষমাও চেয়েছিলেন । তিনি তাঁর প্রচার মঞ্চ থেকেই বার বার বলেন, এই ধরনের শব্দ তাঁর প্রয়োগ করা ঠিক হয়নি । তারপরেও ওই বক্তব্যের জেরে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ জানাল বিজেপি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *