হিন্দু দেবীদের নিয়ে বিতর্কিত মন্তব্য বিজেপি বিধায়কের!

24 Hrs Tv, ওয়েব ডেস্ক ঃ এবার হিন্দু দেবদেবীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এক বিজেপি নেতা। উত্তরাখণ্ডের কালাধুঙ্গীর বিধায়ক বংশীধর ভগৎ-র মন্তব্যকে ঘিরে শুর হয়েছে রাজনৈতিক তর্জা। এই বিজেপি বিধায়ক বিভিন্ন সময়ই বিতর্কিত মন্তব্য করার জন্য খবরের শিরোনামে থাকেন। বংশীধর শুধুমাত্র একজন বিধায়কই নন, তিনি উত্তরাখণ্ডের প্রাক্তন ক্যাবিনেট মন্ত্রীও। এই রকম একজন প্রথম সারির নেতার বেফাঁস মন্তব্যে রীতিমতো বিপাকে উত্তরাখণ্ডের বিজেপি সরকার। বিজেপি বিধায়ক

সূত্র মারফত জানা যাচ্ছে, উত্তরাখণ্ডে বিজেপির প্রাক্তন সভাপতি বংশীধর ভগৎ আন্তর্জাতিক বালিকা দিবসের দিন একটি অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানটি ছিল হলদওয়ানি এলাকায়। সেখানেই সভায় বক্তব্য রাখতে গিয়ে হিন্দু দেবদেবীদের অপমান করে বসেন তিনি। তিনি যখন ওই বিতর্কিত বক্তব্য তখন ওই সভায় উপস্থিত ছিলেন অসংখ্য মহিলা। তাঁদের মধ্যে ছিল অনেক বালিকাও। জানা যাচ্ছে বক্তব্য রাখার মাঝে হঠাৎই বংশীধর হিন্দু দেবী লক্ষ্মী ও সরস্বতীর বিষয়ে বেফাঁস মন্তব্য করে বসেন। যা নিয়ে শুরু হয় রাজনৈতিক শোরগোল।

বংশীধর ভগৎ কী বলেন এদিন? ওই সভায় যোগ দিয়ে তিনি বলেন, ‘আমরা শুধু মেয়েদের সম্মান করি। পুরুষদের সম্মান করতে ভুলে যাই আমরা। পুরুষদেরও সমান সম্মান প্রাপ্য। হিন্দু ধর্মে বিদ্যা চাই তো সরস্বতীকে খুশি করো। ধন সম্পদ চাই তো দেবী লক্ষ্মীকে খুশি করো। শক্তি চাই তো রইল দেবী দুর্গা। কিন্তু পুরুষদেরও এই সম্মান প্রাপ্য।’ দেবী দুর্গা, সরস্বতী এবং লক্ষ্মীকে নিয়ে বিজেপি বিধায়কের এমন মন্তব্যে রীতিমতো ক্ষুব্ধ আম জনতা। তাঁর বিরুদ্ধে সুর চড়াচ্ছে বিভিন্ন মহলই।

তবে এখানেই শেষ নয়। হিন্দু দেবীদের বিষয়ে বিতর্কিত মন্তব্য করার পর হিন্দু দেবতাদের বিষয়েও মুখ খোলেন তিনি। এদিন তিনি বলেন, ‘ভগবান শিব ঠাণ্ডায় হিমালয় পর্বতের উপর বসে থাকেন। তাঁর মাথার উপর একটি সাপ থাকে। তার মাথা থেকে আবার জল পড়ে। ওদিকে ভগবান বিষ্ণু সমুদ্রের গভীরে লুকিয়ে থাকেন। কিন্তু তাঁদের মধ্যে কোনও কথা বার্তা হয়না।’ বংশীধর ভগৎ-এর এই বিতর্কিত মন্তব্যের সমালোচনা করেছেন অনেকেই। তবে, বিজেপির পক্ষ থেকে এই বিষয়ে প্রতিক্রিয়া পাওয়া যায় নি বলেই জানা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *