দার্জিলিং লোকসভা আসনে নির্দল হিসেবে মনোনয়ন জমা দিলেন বিজেপি বিধায়ক

24 Hrs Tv:নিজস্ব প্রতিনিধি: দার্জিলিং লোকসভা কেন্দ্রে নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা দিলেন বিষ্ণুপ্রসাদ শর্মা । বিজেপি এই আসনে পদ্ম প্রতীক দিয়েছে রাজু বিস্তাকে। এনিয়ে বেশ কয়েকদিন ধরেই দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে কার্যত ‘বিদ্রোহ’ ঘোষণা করেছিলেন।

শনিবার, কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা দার্জিলিং লোকসভা আসনে মনোনয়ন জমা দেন। রাজু বিস্তাকে প্রার্থী করার সিদ্ধান্ত কিছুতেই মানতে চাননি। দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে নির্দল প্রতীকে লড়বেন বলে আওয়াজ দিয়েছিলেন ৷ সেই মতো শনিবার দুপুরে মনোনয়ন জমা দিলেন বিজেপি বিধায়ক। যা নিয়ে পাহাড়ে বেজায় অস্বস্তিতে পদ্মশিবির ৷

সম্প্রতি, ইন্ডিয়া জোটে নাম লিখিয়েছেন অজয় এডওয়ার্ডের হামরো পার্টি। গত বৃহস্পতিবার দিল্লিতে কংগ্রেসের সদর দপ্তরে গিয়ে ইন্ডিয়া জোটে যোগদানের কথা ঘোষণা করেন অজয়। একই সঙ্গে কংগ্রেসে যোগ দিয়েছেন ভারতীয় গোর্খা পরিসঙ্গ নেতা মুনিশ তামাং।

এদিকে, পাহাড়ে বিনয় তামাংয়ের শিবির বদলে কংগ্রেসে যোগের পর পাহাড়ের রাজনীতিতে টুইস্ট, প্রাসঙ্গিকতা ফিরে পাচ্ছে কংগ্রেস। গত বেশ কয়েকদিন ধরেই অজয় এডওয়ার্ডের কংগ্রেসের হাত ধরা নিয়ে জল্পনা ছিল। শোনা যাচ্ছিল, বিমল গুরুংয়ের সঙ্গে হাত মিলিয়ে কংগ্রেসের সমর্থন নিয়ে পাহাড়ে নির্দল প্রার্থী হিসাবে লড়তে পারেন অজয়। গত মঙ্গলবারই বিমল গুরুংয়ের সঙ্গে আলাদা বৈঠক করেছেন অজয়। তার পরই উড়ে যান দিল্লিতে। গত বৃহস্পতিবার সরকারিভাবে ইন্ডিয়া জোটে যোগ দেন। ইন্ডিয়া জোটের হাত ধরেই অজয়ের ঘোষণা, শুধু দার্জিলিং নয়, সিকিম, অরুণাচল যেখানে যেখানে পাহাড়ের মূলনিবাসী বা ভূমিপুত্ররা রয়েছেন, সব জায়গায় তিনি কাজ করবেন। মূল নিবাসীদের অধিকার নিশ্চিত করাই তাঁর মূল উদ্দেশ্য। পাহাড়ের মূলনিবাসীদের দাবিগুলির মধ্যে একদিকে যেমন রয়েছে পৃথক গোর্খাল্যান্ড ইস্যু, তেমনই রয়েছে গোর্খাদের তফসিলি উপজাতির স্বীকৃতি দেওয়া এবং জমির অধিকার নিশ্চিত করার মতো দাবি।

এরই সঙ্গে কংগ্রেসে যোগ দিয়েছেন ভারতীয় গোর্খা পরিসঙ্গ নেতা মুনিশ তামাং। এই মুহূর্তে অনীত থাপা ছাড়া বাকি পাহাড়ের প্রায় সব সংগঠনই কংগ্রেসের ছাতার তলায়। শোনা যাচ্ছে, অজয় এডওয়ার্ডও নির্দল হিসাবে প্রার্থী হতে আগ্রহী। তবে তিনি এদিন প্রকাশ্যে জানিয়েছেন, কংগ্রেস যাকে প্রার্থী করবে, সেই প্রার্থীকেই তিনি সমর্থন করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *