বামেদের ইনসাফ সভাকে সমর্থন বিজেপি বিধায়কের !

24 Hrs Tv , ওয়েব ডেস্ক : এবার শোনা গেল বিজেপির মুখে বামেদের প্রশংসা। ধর্মতলায় বামেদের ইনসাফ সমাবেশের সমর্থনে মন্তব্য করলেন বিজেপি বিধায়ক। বামেদের কর্মসূচিকে সরাসরি সমর্থন করলেন চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ। এদিন বিধানসভা চত্বরে সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘বাম হোক – ডান হোক সবাই মিলে তৃণমূল কংগ্রেসটাকে ক্ষমতাচ্যূত করা হোক।’

এদিন বঙ্কিমবাবু বলেন, ‘বামেরা রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে লড়ছে। আমরা চাই বাম হোক বা ডান হোক সবাই মিলে তৃণমূল কংগ্রেসটাকে ক্ষমতাচ্যূত করা হোক। এখানে যে অনৈতিকতা চলছে তাতে তৃণমূলকে না সরালে কোনও রাজনৈতিক দল তাদের গণতান্ত্রিক অধিকার নিয়ে কাজ করতে পারবে না।’ বামেদের পাশে দাঁড়িয়ে তিনি বলেন, ‘ওদের লড়াই ওরা করুক। ওদের লড়াই মূলত তৃণমূলের বিরুদ্ধে। আমরা নীতিগত দিক থেকে সরাসরি সমর্থন না করলেও কমন ইস্যু তো এসে যাচ্ছে অনেক ক্ষেত্রে। আমাদের লড়াই ওদের লড়াই অনেক সময় এক হয়ে যাচ্ছে। আনিসের বিষয়টা নিয়ে ওদের লড়াই ন্যায্য’।

মঙ্গলবার কলকাতার ধর্মতলা চত্বরে আনিস খানের রহস্যমৃত্যুর বিচার চেয়ে ইনসাফ সভার ডাক দেয় বাম ছাত্র যুবরা। সেই কর্মসূচিতে ব্যাপক জন সমাবেশ হয়েছে। সমাবেশে রয়েছেন ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়, নেতা সৃজন ভট্টাচার্য প্রমুখ। বলে রাখি ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে সিপিএম ছেড়ে বিজেপিতে যোগদান করেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী বঙ্কিম ঘোষ।

প্রসঙ্গত, আনিস খান থেকে শুরু করে যোগ্য চাকরিপ্রার্থীদের জন্য বিচার চাইতে এসএফআই-ডিওয়াইএফআই-এর ডাকে লালে লাল ধর্মতলা। ওয়াই চ্যানেলের বদলে ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করার সিদ্ধান্ত। দুপুর ১২টা থেকে ধর্মতলায় শুরু হয় সভা। বামেদের সভা উপলক্ষে ভিক্টোরিয়া হাউসের সামনে সমর্থকদের জমায়েত। এর জেরে স্তব্ধ হয়ে যায় ধর্মতলা। মধ্য কলকাতায় শুরু হয় ব্যাপক যানজট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *