দেড় মাসের লড়াইকে ইতি টেনে প্রয়াত কৌতুকশিল্পী রাজু শ্রীবাস্তব

প্রয়াত হলেন বলিউডের জনপ্রিয় কৌতুকশিল্পী রাজু শ্রীবাস্তব। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। দেড় মাস ধরে তিনি মৃত্যুর সঙ্গে লড়াই করছিলেন । গত আগস্ট মাসে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিন। দীর্ঘদিন ধরে ভেন্টিলেশনে ছিলেন। তবে শেষমেশ প্রাণ রক্ষা হল না। ট্রেড মিল করার সময়ে হঠাৎই পড়ে যান এই কমেডি শিল্পী। তাঁকে সঙ্গে সঙ্গে নয়াদিল্লির এইমস হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সকালে তাঁর পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, এদিন সকালে এইমসেই মৃত্যু হয়েছে রাজুর।

১৯৬৩ সালের ২৫ ডিসেম্বর কানপুরে জন্ম হয় রাজু শ্রীবাস্তবের। বাবা রমেশচন্দ্র শ্রীবাস্তব ছিলেন কানপুরের প্রখ্যাত কবি। ছোটবেলা থেকেই চেনা মানুষজনের নকল করতে পারতেন। যে কোনও উপায়ে কাউকে হাসিয়ে দিতে পারতেন। কমেডিয়ান হওয়ার স্বপ্ন দেখতেন রাজু। ১৯৮০ সাল থেকে বিনোদন শিল্পের সঙ্গে জড়িত ছিলেন রাজু। ২০০৫ সালে রিয়েলিটি স্ট্যান্ড-আপ কমেডি শো দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জের প্রথম সিজনে অংশগ্রহণ করার পর খ্যাতি অর্জন করেছিলেন তিনি। স্ট্যান্ড কমেডি ছাড়াও ম্যায়নে প্যার কিয়া, বম্বে টু গোয়া, আমদানি আঠানি খরচা রূপাইয়া, বাজিগরের মত বেশ কয়েকটি জনপ্রিয় হিন্দি ছবিতে কমিক রোলে অভিনয় করেছিলেন রাজু। মৃত্যুর আগে পর্যন্ত তিনি উত্তরপ্রদেশ চলচ্চিত্র উন্নয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *