চপশিল্প, চোর কটাক্ষে তৃণমূল-বিজেপি তরজা !

24 HrsTv, ওয়েব ডেস্ক : ফের চপশিল্প, চোর কটাক্ষে উত্তাল বিধানসভা। মঙ্গলবার বিধানসভায় ফিসকাল ডেফিসিট বা রাজস্ব ঘাটতি সংক্রান্ত বিল আনেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সেই বিলের সমালোচনা করতে গিয়ে ফের চোর কটাক্ষ করেন বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী। যা নিয়ে বিধানসভার অন্দরে হইচই পড়ে যায়। পালটা দেয় তৃণমূলও।

এদিন রাজ্যের অর্থমন্ত্রী জানান, ২১-২২ অর্থবর্ষে রাজ্যর ঋণের পরিমাণ ৫ লক্ষ ২৮ হাজার কোটি। বছর শেষে ঋণের পরিমাণ হতে পারে ৫ লক্ষ ৮৬ হাজার কোটি। ২০২২-২৩ অর্থবর্ষে কেন্দ্র ৬১ হাজার ১৮০ কোটি টাকা ঋণ মঞ্জুর করেছে। ২০২২-২৩ আর্থিক বছরের ১০ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্য ঋণ নিয়েছে ১৬,৫০০ কোটি।চোর কটাক্ষ

অশোক লাহিড়ী রাজ্যকে আক্রমণ শানান। তিনি বলেন, “রাজ্যে যে অবস্থা চলছে, তাতে কিছুদিন পর দেখা যাবে, পেনশন দিতে পারছে না সরকার। এখানে এসে চাকরি চুরির কথা শুনলাম।” চোর কটাক্ষ নিয়ে অর্থনীতির শিক্ষক অশোক বলেন, “আমি বলব আপনারা সবাই চোর নন। মুখ্যমন্ত্রী আমাদের সবাইকে চোর বলেছেন। আমাকেও বলেছেন। আমি তা বলছি না। আপনারা সবাই চোর নন।”

চপশিল্প নিয়েও কটাক্ষ শানায় বিজেপি। এদিন বিধানসভায় অশোক লাহিড়ী বলেন, “আর্থিক সংকট পশ্চিমবঙ্গ সরকারের নয়, রাজ্যের অর্থনীতিরও। চপশিল্প থেকে যদি আর্থিক উন্নয়ন হয় তবে এ থেকে শিক্ষা নেওয়ার কথা ভাবব।” বৈদিক ভিলেজে বিজেপির প্রশিক্ষণ শিবির নিয়ে খোঁচা দেন চন্দ্রিমা ভট্টাচার্য। বলেন, “চপশিল্প বলে ছোট করছেন? আপনাদের মিটিংয়ে বৈদিক ভিলেজে যান। যারা চপ বিক্রি করে তাঁদের এত ছোট করবেন না।” প্রধানমন্ত্রীর চিতা প্রকল্প নিয়েও খোঁচা দেন রাজ্যের অর্থমন্ত্রী। বলেন, “চিতা বাঘের ছবি তুলব আর আত্মনির্ভর ভারতের কথা বলব না, তা তো হয় না। তাও তো শুনলাম নাকি ক্যামেরার লেন্স বন্ধ ছিল।”

এদিন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, “অশোক লাহিড়ী কাগজ থেকে কিছু উদ্ধৃতি কিনেছেন, সেগুলোর প্রমাণ আপনাকে দিতে হবে। এগুলো বিধানসভা অনুমতি দিচ্ছে না। দরকারে আমি ব্যবস্থা নিতে পারি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *