দেগঙ্গায় জমি সংক্রান্ত বিবাদের জেরে বোমাবাজি!

২৪ আওয়ার্স টিভি, ওয়েব ডেস্ক : দেগঙ্গায় জমি সংক্রান্ত বিবাদের জেরে দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয় । সেই গোষ্ঠীরদ্বন্দ্ব বোমাবাজিতে পরিণত হয় । এর ফলে উত্তপ্ত হয়ে ওঠে দেগঙ্গা। বোমাবাজিতে আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা । তবে হতাহতের কোনও খবর নেই । সোমবার সকালে ঘটনাটি ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে দেগঙ্গার হাদিপুর ঝিকরা দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ আফজানগর এলাকায় । স্থানীয় সূত্রে জানা যায় , ওই এলাকায় একটি জমি কেনাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সর্বপ্রথমে কলহ সৃষ্টি হয় । দক্ষিণ আবজানগর গ্রামে একটি আম বাগানের মধ্যে দু’পক্ষ দফায় দফায় দুটি বোমাবাজি করে । হঠাৎ বোমার আওয়াজে গোটা গ্রামবাসী আতঙ্কিত হয়ে পড়ে। খবর জানান হয় দেগঙ্গা থানায় । তড়িঘড়ি দেগঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে এসে হাজির হয় । এরপর পুলিশ ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা বোমার নমুনা সংগ্রহ করে । গ্রামবাসীরা আতঙ্কে মুখ বন্ধ করে রেখেছে । তারা ভয়ে বলতে চাইছে না যে , কে বা কারা বোমাবাজি করেছে ।

পঞ্চায়েত ভোটের আগে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে প্রচুর পরিমাণে বোমা-আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে । এর ফলে একাধিক প্রশ্ন উঠেছে । রবিবারও বর্ধমানের গলসি থেকে ৪ জ্যারিকেন ভর্তি বোমা উদ্ধার হয়েছে। চাষিরা ক্ষেতে চাষ করতে গিয়ে ক্ষেতে বোমা পড়ে থাকতে দেখেন। পুলিশকে জানান হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় । এরপর পুলিশ খবর দেয় বম্ব স্কোয়াডকে। পরেরদিন বোমাগুলিকে নিষ্ক্রিয় করা হয়। এই বোমাগুলির ফলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে । কিন্তু এখনও এলাকায়বাসিদের মধ্যে আতঙ্কের রেস কাটেনি। এছাড়াও ভাঙড় ও নানুর থেকে বিপুল পরিমাণে বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে । রাজ্যে কোথা থেকে এই ভাবে বিপুল পরিমাণে বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে , বিরোধীরা সমস্ত প্রশ্ন নিয়ে সরব হয়েছেন । এই বোমাবাজি নিয়ে তন্তন করছে পুলিশ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *