নিরাপত্তার চাদরে ‘কলকাতা’

24Hrs Tv ওয়েব ডেস্ক : কোয়েল বনিক : ৭৫ তম প্রজাতন্ত্র দিবস জাতীয় পতাকা উত্তোলন। কলকাতা জুড়ে মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে। ১৯৪৭ সালে ড. বি আর আম্বেদকরের নেতৃত্বে দুটি দল সংবিধান পেশ করে। ১৯৫০ সালে ২৬ জানুয়ারি এই সংবিধান কার্যকর হয়। আজ প্রজাতন্ত্র দিবসে কড়া নিরাপত্তার চাদরে জুড়ে রয়েছে কলকাতা। প্রায় দুজারের বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে। নিপত্তার জন্য নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে। ‘রেড রোডে’ এই অনুষ্ঠানের কর্মসূচি করা হবে। রেড রোডে ১৭ টি জন ও ১২৫ টি সেক্টরে ভাগ করা হয়েছে। আজ এই অনুষ্ঠানে রেড রোডের দায়িত্বে থাকবেন ২২ জন ‘ডেপুটি কমিশনার’ ও ৪২ জন উচ্চ পদের পুলিশ আধিকারিক। এই ডেপুটি কমিশনার ও উচ্চ পদের আধিকারিকের অধিনে থাকবে ইন্সপেক্টর থেকে শুরু করে সাব ইন্সপেক্টর, কন্সটেবেল,ভলেন্তিয়ার, সার্জেন্ট ও আরও অন্যান্য পদের পুলিশ আধিকারিকেরা।

৭৫ তম প্রজাতন্ত্র দিবসে কড়া নিরাপত্তা কলকাতা। সব জায়গায়তে জোরদার নিরাপত্তার ব্যাবস্থা। রাস্তার বিভিন্ন জায়গা থেকে শুরু করে জলপথেও নিরাপত্তার ব্যাবস্থা রয়েছে। এছারাও দিল্লিতেও বেশ নিরাপত্তার চাদরে মুড়ে ফেলেছে। রাজধানীতে মোতায়েন করা হয়েছে ৭০ হাজারের বেশি নিরাপত্তাকর্মী। প্যারেডের রোডেও মোতায়েন করা হয়েছে দুহাজারের বেশি নিরাপত্তারক্ষী। ১ হাজারের মতো সিসি ক্যামেরা বসানো হয়েছে। ২৫ জানুয়ারি রাত থেকে’ই সিল করা হয়েছে দিল্লির সিমানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *