রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কত হল, সেই দর দেখে নিন

অনুষ্কা মণ্ডলঃ হয়ে গেল লোকসভা ভোটের মাস। আগামী ১৯ এপ্রিল থেকে লোকসভা নির্বাচন শুরু হচ্ছে। আর সেই মাসের শুরুতেই আজ, ১ এপ্রিল থেকে শুরু হল নতুন অর্থবর্ষ, আর এই অর্থবর্ষের প্রথম দিনেই কমল রান্নার গ্যাসের দাম। একধাক্কায় ৩০ টাকা ৫০ পয়সা কমানো হল এলপিজি সিলিন্ডারের দাম। কলকাতায় ৩২ টাকা কমল গ্যাসের দাম। এবার থেকে ১৯ কেজি এলপিজি সিলিন্ডার কিনতে খরচ পড়বে ১৮৭৯ টাকা। মাসের শুরুতেই দাম কমায়, দারুণ খুশি গ্রাহকরা। প্রতি মাসের শুরুতেই ওয়েল মার্কেটিং সংস্থাগুলি আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত পেট্রোলিয়ামের দামের বিচার-পর্যালোচনা করে। আন্তর্জাতিক বাজারের দামের ওঠাপড়ার উপরে নির্ভর করেই দেশীয় বাজারে রান্নার গ্যাসের দাম ধার্য করা হয়। এদিন ওয়েল মার্কেটিং সংস্থাগুলির তরফে জানানো হয়েছে, ১৯ কেজি ও ৫ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমানো হয়েছে। কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৩২ টাকা কমানো হয়েছে। দিল্লিতে ৩০ টাকা ৫০ পয়সা এবংমুম্বইতে ৩১ টাকা ৫০ পয়সা দাম কমানো হয়েছে। এবার থেকে কলকাতায় ১৯ কেজির এলপিজি সিলিন্ডার কিনতে খরচ হবে ১৮৭৯ টাকা। আগে দাম ছিল ১৯১১ টাকা। দিল্লিতে ১৯ কেজির রান্নার গ্যাস কিনতে খরচ পড়বে ১৭৬৮ টাকা ৫০ পয়সা। মুম্বইতে ১৯ কেজির সিলিন্ডার কিনতে খরচ হবে ১৭১৭ টাকা ৫০ পয়সা।


এর আগে মার্চ মাসে ২৫ টাকা ৫০ পয়সা বেড়েছিল ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম। এর আগে ফেব্রুয়ারিতে আবার ১৪ টাকা বাড়ানো হয়েছিল দাম। প্রসঙ্গত, ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডার গৃহস্থ বাড়িতে ব্য়বহার হয় না। মূলত এগুলি হোটেল, রেস্তোরাঁতেই ব্যবহার হয়। গৃহস্থের বাড়িতে ব্যবহৃত হয় ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডার। সেই সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন আনা হয়নি।অন্তর্বর্তী বাজেট পেশের আগে মধ্যরাত থেকেই কার্যকর হয়েছিল নতুন দাম। এবার ভোটের আগে বাণিজ্যিক গ্যাসের দাম কমাল কেন্দ্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *