দার্জিলিঙে কংগ্রেস প্রার্থী মুনীশ তামাঙ

24 Hrs Tv:নিজস্ব প্রতিনিধি: বিজেপির শক্ত ঘাঁটি দার্জিলিঙে এবার প্রার্থী দিল কংগ্রেস। সদ্য হাত শিবিরে নাম লেখানো মুনীশ তামাঙকে দার্জিলিং লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করলেন খাড়্গে-সনিয়ারা। অজয় এডওয়ার্ডের হামরো পার্টির সঙ্গে দীর্ঘদিন জড়িত ছিলেন। গত সপ্তাহেই অজয় এডওয়ার্ডের সঙ্গে কংগ্রেসের এক রাজনৈতিক বোঝাপড়ার মাধ্যমে মুনীশকে আনুষ্ঠানিকভাবে হাত শিবিরে যোগদান করানো হয়েছে। আর এর পরেই ‘পাশা’ ঘোরাতে কংগ্রেসের প্রার্থী ঘোষণা।

মঙ্গলবারই অন্ধ্র, বিহার, ওড়িশা ও বাংলা মিলিয়ে মোট ১৭টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে কংগ্রেস। তালিকায় রয়েছে বাংলার একটি আসন দার্জিলিং।

২০০৯ সালের লোকসভা নির্বাচন, ২০১৪ সালের নির্বাচন এবং ২০১৯ সালের লোকসভা নির্বাচন – টানা তিনবার লোকসভায় দার্জিলিং থেকে পদ্ম ফুল ফুটেছে। জয়ের হ্যাটট্রিক করা পাহাড় থেকে এবারও বিজেপি প্রার্থী করেছে বিদায়ী সাংসদ রাজু বিস্তাকে। তাঁর বিরুদ্ধে আবার নির্বাচনে মনোনয়ন জমা দিয়েছেন কার্শিয়াঙের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। অর্থাৎ, পাহাড়ে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে সরাসরি লড়াইয়ে নেমেছেন বিজেপি দলেরই এক বিক্ষুব্ধ বিধায়ক। অন্যদিকে, এই লোকসভা আসন থেকে তৃণমূল প্রার্থী করেছে গোপাল লামাকে। এবার কংগ্রেসও তাদের প্রার্থী ঘোষণা করে দিল পাহাড়ের জন্য। উল্লেখ্য দার্জিলিং আসনে লোকসভা নির্বাচন ২৬ এপ্রিল, দ্বিতীয় দফায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *