‘তৃণমূলের বিরুদ্ধে আমিই লড়াই করেছি’, দিলীপ বচনে অস্বস্তিতে পদ্ম শিবির

24 Hrs Tv:নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রীকে কুরুচিকর ভাষায় আক্রমণ করা থেকে শুরু করে নির্বাচন কমিসনকে ‘মেসোমশাই’ বলে কটাক্ষ করে দিলীপ ঘোষ সংবাদ শিরোনামে। এবার ফের একবার হেডলাইনে দিলীপ। মঙ্গলবার সকালে প্রচারে বেরিয়ে ফের স্বমেজাজে দিলীপ। চব্বিশের লোকসভা নির্বাচনের আগে নিজের দলকেই অস্বস্তিতে ফেললেন তিনি। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির কথায়, পশ্চিমবাংলায় তৃণমূলের বিরুদ্ধে তিনি একাই লড়াই করছেন।

মঙ্গলবার প্রচারে বেরিয়ে বিজেপির বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বলেন, “তৃণমূলের বিরুদ্ধে তো আমিই লড়াই করেছি। পশ্চিমবঙ্গের আর কে লড়াই করেছে?” তিনি আরও যোগ করেন, ” দিলীপ ঘোষ লড়াই করেছে বলে যাঁদের দেখতে পাচ্ছেন, এরা কেউ বিজেপির ছিল না । আমাদের লক্ষ লক্ষ কর্মী মার খেয়ে দুর্নীতি দেখে বিজেপির ঝান্ডার তলায় এসেছে। এদের সঙ্গে নিয়েই আমরা পরিবর্তন করব।” রাজ্য সভাপতির চেয়ারে বসে দিলীপ ঘোষ দলকে এক নতুন প্রাণ দিয়েছিলেন। উনিসের লোকসভা নির্বাচনে পদ্ম শিবিরের ঝুলিতে ১৯ আসন এবং একুসের বিধানসভায় প্রধান বিরোধী দলের মর্যাদা এসবই দিলীপ প্রাপ্তি। সঙ্গে সাংগঠনিক স্তরেও রাজ্যে শক্তিবৃদ্ধি। রাজনৈতিক মহল মনে করছে, চব্বিশের লোকসভা নির্বাচনে দলীয় কর্মী এবং দলের নেতৃত্বের মধ্যে নিজের গ্রহণযোগ্যতাকে আরও বেশি করে পাকাপোক্ত করার লক্ষ্যেই এই মন্তব্য দিলীপ ঘোষের।

সাম্প্রতিক সময়ে, মুখ্যমন্ত্রীকে কুরুচিকর ভাষায় আক্রমণ করার জেরে নির্বাচন কমিশনের শোকজের মুখে পড়তে হয় দিলীপ ঘোষকে। তৃণমূলের অভিযোগের প্রেক্ষিতে এর পরে কমিশনকেই ‘মেসোমশাই’ কটাক্ষ করতে ছাড়েন নি দিলীপ। দিলীপেই! ময়নাগুড়িতে ঝড়ের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেকেই। সেই প্রসঙ্গ তুলে এনে আক্রমণ করেছেন রাজ্যের শাসক দলকে।মঙ্গলবার “প্রাকৃতিক বিপর্যয় হলে তৃণমূলের পোয়া বারো” মন্তব্য শোনা গিয়েছে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতির মুখে। ভাষা ব্যবহারে দিলীপ ঘোষকে নির্বাচন কমিশন সতর্ক হতে বললেও ফ্রন্টফুটে চালিয়ে ব্যাটিং করছেন দিলিপ ঘোষ। এদিন যেভাবে নিজেকে তৃণমূলের বিরুদ্ধে নিজেকে লড়াইয়ের মুখ হিসেবে তুলে ধরার চেষ্টা করলেন মেদিনীপুরের বিদায়ী সাংসদ তাঁতে এই নির্বাচনী আবহে দিলীপ ঘোষ ভোটার থেকে শুরু করে নিজের দল বিজেপি-বিরোধী দল এবং কমিশনের স্ক্যানারে থাকবেন তা বলাই চলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *