ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাং!

২৪ আওয়ার্স টিভি ওয়েব ডেস্ক : দুর্গাপুজোর সময় বৃষ্টি হয়েছে রাজ্যে। সপ্তমী, অস্টমী, নবমী ভেসেছিল বারিধারায়। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রকোপ খুব বেশি না হলেও উত্তরবঙ্গে কিন্তু ঝড়-বৃষ্টির দাপট পুজোর আনন্দে ব্যাঘাত ঘটিয়েছে। এরপর আবার বিসর্জনের রাত্রিবেলা হড়পা বানে ভয়াবহ দুর্ঘটনাও ঘটে গিয়েছে। এবার কালীপুজোতেও বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অফিস। তবে কোথায়-কোথায় কত পরিমাণ বৃষ্টি হবে তা এখন স্পষ্ট করে জানানো হয়নি।দক্ষিণবঙ্গ

হাওয়া অফিসের রিপোর্টে বলা হয়েছে, এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে আন্দামান সাগরে। পূর্বে ঘূর্ণাবর্তটি অবস্থা করছিল দক্ষিণ-চিন সাগরে। গতকাল দক্ষিণ আন্দামান সাগরে থাকলেও মঙ্গলবার সেটি অবস্থান করছে উত্তর আন্দামান সাগরে। আগামী ৪৮ ঘণ্টায় সেটি নিম্নচাপে রূপান্তরিত হতে পারে। এরপর শুক্রবার আর এক দফায় শক্তি বাড়িয়ে সেটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হতে পারে। ২০ তারিখের পর নিম্নচাপটি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে।

হাওয়া অফিস সূত্রে খবর, ঘূর্ণিঝড়টির নাম দেওয়া হয়েছে সিত্রাং। মায়ানমার থেকে নাম দেওয়া হয়েছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, যে জায়গায় ঘূর্ণঝড় তৈরি হবে তা অন্ধ্র লাগোয়া। তারপর ঘূর্ণঝড়ের অভিমুখ কী হবে বা কোথায় আছড়ে পড়বে তা এখনও নিশ্চিত করে বলা হয়নি। তবে কোনওভাবেই সুপার সাইক্লোন হচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *