
হিমাচলে বিজেপির তালিকা থেকে বাদ ১১ বিধায়ক
24 HrsTv, ওয়েব ডেস্কঃ প্রার্থী তালিকা ঘোষণা কংগ্রেস আগেই করেছে। বিধানসভা নির্বাচনের প্রথম দফায় প্রার্থী তালিকা ঘোষণা করল হিমাচল প্রদেশের বিজেপি সরকার। ৬২ জন প্রার্থীর নাম জানিয়েছে আজ গেরুয়া শিবির। এবারও হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর সেরাজ কেন্দ্র থেকেই লড়বেন। সূত্রের খবর, হিমাচল প্রদেশে রাজনৈতিক দলগুলি প্রতিদ্বন্দ্বিতা করবে মোট ৬৮টি বিধানসভা আসনে।
এদিনের প্রার্থী ঘোষণা থেকে স্পষ্ট নির্বাচন জিততে মরিয়া গেরুয়া শিবির। সেখানকার বিজেপির বহু নেতাকে অস্বস্তিতে ফেলে ১১ জন বর্তমান বিধায়ককে প্রার্থী তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে একজন কেন্দ্রীয় মন্ত্রীও রয়েছেন। আবার দুই মন্ত্রী সুরেশ ভরদ্বাজ ও রাকেশ পাঠানিয়ার কেন্দ্র বদল করা হয়েছে। নূরপুরের বদলে পার্শ্ববর্তী বিধানসভা ফতেপুরে দাঁড়াবেন পাঠানিয়া,অন্যদিকে শিমলা আরবানের বিধায়ক ভরদ্বাজ লড়বেন কুসুমটি থেকে।
এবারের প্রার্থী তালিকায় শিক্ষিত নেতাদের গুরুত্ব দেওয়া হয়েছে। দেখা গিয়েছে, প্রকাশিত তালিকার মধ্যে দুই-তৃতীয়াংশ স্নাতক বা স্নাতকোত্তর। এছাড়াও তালিকায় রয়েছেন পাঁচজন মহিলা প্রার্থী। উপজাতি গোষ্ঠী থেকে প্রার্থী হিসেবে বেছে নেওয়া হয়েছে আটজনকে। বর্তমান ১১ জন বিধায়ককে প্রার্থী তালিকা থেকে বাদ দেওয়ার পাশাপাশি ২০১৭ সালের নির্বাচন হারের কারণে হিমাচল প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রেমকুমার ধূমলকেও টিকিট দেওয়া হয়নি। আসন্ন হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনে ৬৮টি আসনের মধ্যে ৪৬ টি কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করেছে কংগ্রেস। এদিন দলের সভাপতি নির্বাচনের আগে ৪৬ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়। আগামী ১২ নভেম্বর হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচন। মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ২৫ অক্টোবর। ভোট গণনা হবে আগামী ৮ ডিসেম্বর।