মা-বোনেরা প্রতিবাদ করায় তাঁদের বিরুদ্ধে ডায়েরি করে দিয়েছে: মন্তব্য মমতার

24 Hrs Tv:নিজস্ব প্রতিনিধি: রবিবার পুরুলিয়ার হুরার সভা থেকেও এনআইএকে টার্গেট করে হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিনও, কেন্দ্রীয় এজেন্সির ‘অতিসক্রিয়তা’ নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী।

সভা থেকে মমতা বলেন, “মানুষ যখন প্রতিবাদ করছে, এনআইএকে ঢুকিয়ে দিচ্ছে। মধ্যরাতে মহিলারা ঘুমোচ্ছে, তখন গদ্দারের এলাকায় পুলিশকে না জানিয়ে চলে গেল। পুলিশের ড্রেস পরে তো সিঙ্গুর, নন্দীগ্রামে অনেকে বদমাইশি করেছে।”

এনআইএ-র অভিযান নিয়ে মমতার অভিযোগ, “মায়েরা কী করে বুঝবে? মেয়েরা কী করে বুঝবে? বাইরে থেকে যদি কেউ হামলা করতে আসে। মা-বোনেরা প্রতিবাদ করল, তাঁদের বিরুদ্ধে ডায়েরি করে দিয়েছে। বলছে, তৃণমূলের সব বুথ এজেন্টদের গ্রেফতার করো।” মমতার আরও অভিযোগ, “রাম নবমী আসছে, একটি চকলেট বোমা পড়লেও দেখবেন, সেখানে এনআইএকে ঢুকিয়ে দেবে।”

এনআইএর কার্যপদ্ধতি নিয়েও বিস্ফোরক দাবি করেন বাংলার মুখ্যমন্ত্রী। বলেন, “এনআইএ কোন অধিকার আছে? পুরুলিয়াতে সব হোটেলে গিয়ে গিয়ে খোঁজ নিচ্ছে। কোন পার্টির কে কে থাকছে? তোমার কি এটা কাজ?” প্রসঙ্গত, ভূপতিনগরে তল্লাশি চালায় এনআইএ আধিকারিকরা। নির্বাচনের আগে এই অভিযানকে সম্পূর্ণ রাজনৈতিক কারণে করা হয়েছে বলে দাবি তৃণমূল কংগ্রেসের। রবিবার সকালে তৃণমূল কংগ্রেসের তরফে সাংবাদিক বৈঠক করে দাবি করা হয়, এনআইএ প্রধানের সঙ্গে বৈঠক করেছেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। কিছু তথ্য প্রমাণ তুলে ধরা হয় তৃণমূলের তরফে।

যদিও তৃণমূলের যাবতীয় অভিযোগ অস্বীকার করে জিতেন্দ্র পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেন ৭ দিনের মধ্যে সমস্ত অভিযোগ প্রমাণ না করলে মানহানির মামলা করা হবে। অন্যদিকে ভূপতিনগরে কেন্দ্রীয় এজেন্সির ওপর হামলার ঘটনায় জাতীয় নির্বাচন কমিশন রাজ্যের ডিজিপি এবং মুখ্যসচিবের কাছ থেকে রিপোর্ট তলব করেছে। আর তৃণমূল কমিশনে নালিশ ঠুকবে বলে জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *