তৃণমূলের তোলা যাবতীয় অভিযোগ খারিজ করে দিলেন জিতেন্দ্র তিওয়ারি

24 Hrs Tv:নিজস্ব প্রতিনিধি: ভূপতিনগর কাণ্ডে এনআইএ এবং বিজেপির ‘যোগসূত্র’ রয়েছে। এমনকি, বিজেপির কাছ থেকে টাকা নিয়ে ২০২২ সালের পুরনো মামলার তদন্তে গিয়ে দুই তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়েছে। রবিবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে এমনই অভিযোগ করলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ এবং চন্দ্রিমা ভট্টাচার্য। তৃণমূলের দাবি, এনআইএ-এর এসপি ধনরাম সিংহের বাড়িতে বৈঠক করেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। তৃণমূলের থেকে এমন গুরুতর অভিযোগ সামনে আসতেই আত্মপক্ষ সমর্থনের জন্যে নিজের প্রতিক্রিয়া জানান বিজেপি নেতা জিতেন্দ্র।

জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। কুণাল দাবি করেছেন, গত ২৬ মার্চ এক এনআইএ-র আধিকারিকের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন জিতেন্দ্র তিওয়ারি। একটি সাদা খামের লেনদেন প্রসঙ্গও উঠে আসে কুণালের মুখে। আর সেই জন্য তদন্তের দাবিও করেছেন তৃণমূলের রাজ্য সম্পাদক।

কুণাল ঘোষ তথা তৃণমূলের তোলা যাবতীয় অভিযোগ খারিজ করে দিয়ে জিতেন্দ্র তিওয়ারি বলেন, “এর আগেও অনেক অভিযোগ ওঁরা এনেছেন। যাঁরা অভিযোগ এনেছেন আমাদের আইন মোতাবেক প্রমাণ করার দায়িত্ব তাঁদের। খাম বলতে তৃণমূল কংগ্রেস পয়সার কথা ভাবে। তাঁরা কোন খামের কথা বলছে জানি না। টাকা পয়সার লেনদেন, এই সমস্ত কাজে তাঁরাই অভ্যস্ত। ওরা এই সমস্ত কাজেই ব্যস্ত থাকে।”

সাংবাদিক বৈঠকে একটি রেজিস্ট্রার সামনে রেখে সেখানে লেখা ঠিকানা পড়ে শোনান কুণাল ঘোষ, যা জিতেন্দ্র তিওয়ারির মেয়ের বাড়ির ঠিকানা বলেও তিনি দাবি করা হয়। এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে আসানসোল কর্পোরেশনের প্রাক্তন মেয়র বলেন, “আমি আমার নাম কোথাও লিখেছি তা প্রমাণ করে দেখাক। তৃণমূল কংগ্রেস কোনওদিন বলবে বিজেপি-র লোকরা ভালো? রোজ একটা করে অভিযোগ আনলে আমার পক্ষে তো তা সত্যি কি মিথ্যা প্রমাণ করা সম্ভব নয়!”

এখানে বলে রাখা দরকার, জিতেন্দ্র তিওয়ারি ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ঠিক আগে যোগদান করেছিলেন বিজেপি-তে। আসানসোলের প্রাক্তন মেয়রের বিজেপিতে যোগদান নিয়ে বিস্তর সরগরম হয়েছিল রাজ্য রাজনৈতিক মহল। গেরুয়া শিবিরের টিকিটে তিনি বিধানসভা নির্বাচন লড়লেও শেষমেশ জয়ী হতে পারেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *