বিজেপি প্রার্থী হিরণকে তৃণমূলে ঢুকতে দিইনি: বিস্ফোরক দাবি অভিষেকের

24 Hrs Tv:নিজস্ব প্রতিনিধি: পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল লোকসভা আসনে তৃণমূলের তারকা প্রার্থী দেবের হয়ে প্রচার করতে এসে বিস্ফোরক দাবি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ঘাটাল মাস্টার প্ল্যানকে সামনে রেখেই এবারও দেব-এর ওপরেই ভরসা রেখেছে ঘাসের ওপর জোড়া দুটি ফুল শিবির।

দেবের বিরুদ্ধে পাল্টা বিজেপি তারকা প্রার্থী হিরণকে দাঁড় করিয়েছে বিজেপি। সুপার সানডেতে দেবের হয়ে প্রচারে বেরিয়ে অভিষেকের বিস্ফোরক দাবি ঘিরে রাজনৈতিক মহলেও চাঞ্চল্য ছড়িয়েছে। অভিষেকের দাবি, ঘাটালে যাঁকে প্রার্থী করেছে বিজেপি, তিনি ছয় মাস আগে তৃণমূল কংগ্রেসে যোগদান করতে গিয়েছিলেন। তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবকে পাশে নিয়ে বিস্ফোরক দাবি করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকি, বিষয়টি নিয়ে তাঁর কাছে প্রামাণ্য তথ্য আছে বলেও দাবি করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

ঘাটালে দেবকে নিয়ে রবিবার একটি রোড শো করেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড। সেখানেই অভিষেক বলেন, “বিজেপি এখানে কাকে দাঁড় করিয়েছে। আমার দফতরে এসেছিলেন ছয় মাস আগে। তৃণমূলের ঢোকার জন্য। দরজা বন্ধ করে দিয়েছি। ঢুকতে দিইনি। তারও সিসিটিভি আমাদের কাছে আছে।” বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় লোকসভা নির্বাচনের আগে তৃণমূলে যোগদান করতে চেয়েছিলেন বলে দাবি করেন অভিষেক। হিরণকে কটাক্ষ করে অভিষেক বলেন, “সব সময় মিথ্যা কথা বলতে নেই। দু একটা মিথ্যা কথা বললে মানুষকে বোকা বানানো যাবে। তবে বারংবার মিথ্যা কথা বললে মানুষ যে ভাষায় জবাব দেওয়ার জবাব দেবে। খড়গপুর কেন্দ্র থেকে বিধানসভা নির্বাচনে জিতেছিলেন হিরণ। নিজের কেন্দ্রে হিরণ আদৌ কোনও উন্নয়নের কাজ করেননি বলেও দাবি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর কটাক্ষ, ‘আগে নিজের কেন্দ্র সামলান, তারপর ঘাটালে লড়তে আসবেন।”

হিরণ চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেস যোগদান করতে যাননি বলে আগে দাবি করেছিলেন তিনি। তবে তার জবাবে এদিন অভিষেক বলেন, “উনি বলেছিলেন আমি তৃণমূলে যোগদান করতে যায়নি। আমি আবার বলব, সংবাদ মাধ্যমের সামনে সেটা আরেকবার বলুক। আমি সিসিটিভি ফুটেজটা ছাড়বো। কত ধানে কত চাল, সেটা বোঝা যাবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *