৮২ বছরে প্রয়াত পরিচালক পিনাকী চৌধুরী, শোকার্ত শিল্পীমহল

24Hrs Tv, ওয়েব ডেস্কঃ আলোর উৎসবের দিনই শোকের খবর। প্রয়াত জাতীয় পুরস্কারজয়ী পরিচালক পিনাকী চৌধুরী। ৮২ বছরের পরিচালক প্রায় একমাস ধরে অসুস্থ ছিলেন। তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে। গতকাল রাতেই বাড়িতে আনা হয়। সোমবার ভোর তিনটে পনেরো মিনিট নাগাদ নিজের বাড়িতেই প্রয়াত হন পরিচালক পিনাকী চৌধুরী।
লেকগার্ডেন্সে বাড়ি পিনাকী চৌধুরীর। পরিবারের সদস্য জানান, প্রায় এক মাস আগে থেকেই তাঁর শারীরিক সমস্যা শুরু হয়। তবে প্রথমে তা তেমন গুরুতর ছিল না। পরিস্থিতি খারাপ হয় সপ্তাহ দু’য়েক আগে। তাঁর স্বাস্থ্য পরীক্ষা করে চিকিৎসকরা বাড়িতে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। রবিবার রাতে সেইমতো পিনাকীবাবুকে লেকগার্ডেন্সে নিয়ে আসা হয়।
শোনা গিয়েছে, খুবই ভাল তবলা বাজাতেন পিনাকীবাবু। একসময় পণ্ডিত রবিশংকরকেও সঙ্গ দিয়েছেন তিনি। সিনেমা জগতে তিনি প্রযোজক হিসেবে সফর শুরু করেছিলেন। এরপর পরিচালনা শুরু করেন। ১৯৮৩ সালে সৌমিত্র চট্টোপাধ্যায় ও তনুজা অভিনীত ‘চেনা অচেনা’ ছবি পরিচালনা করেছিলেন পিনাকীবাবু। তাঁর পরিচালিত ছবিতেই কাকাবাবুর ভূমিকায় অভিনয় করেছিলেন সব্যসাচী চক্রবর্তী। ১৯৯৫ সালে মুক্তি পেয়েছিল ‘কাকাবাবু হেরে গেলেন?’। এ ছবিতেও গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়।
পিনাকী চৌধুরী প্রথম জাতীয় পুরস্কার পেয়েছিলেন নয়ের দশকে মুক্তি পাওয়া ‘সংঘাত’ সিনেমার জন্য। ২০০৭ সালে দ্বিতীয় জাতীয় পুরস্কার পেয়েছিলেন ‘বালিগঞ্জ কোর্ট’ সিনেমার জন্য। এ ছবিতে মুখ্যভূমিকায় অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, মমতা শংকর, মিঠু চক্রবর্তী, তনুশ্রী শংকর, ভাস্বর চট্টোপাধ্যায়। পরিচালকের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন ভাস্বর। কতটা মজা হয়েছিল ছবির শুটিংয়ে সে ব্যাপারেও জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *