
ভিলেনের ভূমিকায় দেখা যেতে পারে টলিউড তারকা যিশু সেনগুপ্তকে, জল্পনা তুঙ্গে
24Hrs Tv, ওয়েব ডেস্কঃ ভিলেন হিসেবে দেখা যেতে পারে টলিউড তারকা যিশু সেনগুপ্তকে দক্ষিণী ব্লকবাস্টার ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার সিক্যুয়েলে। শোনা যাচ্ছে, প্রথমে এই চরিত্রে অভিনয় করার কথা ছিল দাক্ষিণাত্যের জনপ্রিয় অভিনেতা বিজয় সেতুপতির। বিজয় প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পরই যিশুর কাছে অফার যায়। আল্লু অর্জুন, রশ্মিকা মন্দানা ও ফাওয়াদ ফাসিল অভিনীত ‘পুষ্পা: দ্য রাইজ’ ২০২১ সালের ১৭ ডিসেম্বর সিনেমা হলে মুক্তি পায়। বক্স অফিসে ঝড় তোলে ছবিটি। সেই ছবির গান ও সংলাপএখনও দর্শকদের মুখে মুখে শোনা যায়। আগেই প্রকাশ্যে এসেছিল এই সিনেমার সিক্যুয়েল । ভিলেন
এর আগে এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে যিশু জানিয়েছিলেন ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমায় ফাওয়াদ ফাসিল অভিনীত পুলিশের চরিত্রটি প্রথমে তাঁকে অফার করেছিলেন পরিচালক সুকুমার। কিন্তু সেই সময় করোনা প্রকোপ প্রচণ্ড বেড়ে গিয়েছিল, তাই সুকুমারের প্রস্তাব ফিরিয়ে দেন তিনি। পরে আবার পরিচালক যিশুকে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু অন্য কাজ থাকায় তাঁকে সময় দিতে পারেননি।
শোনা যাচ্ছে, সুপারহিট ‘পুষ্পা’ ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত হতে পারেন যিশু। বিজয় সেতুপতিকে ‘পুষ্পা: দ্য রুল’ নামে ছবির যে সিক্যুয়েল তৈরি হচ্ছে তাতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু যে সময় সুকুমার নতুন ছবির শুটিং করবেন সেই সময় বিজয়ের অন্য ছবির শুটিং রয়েছে। তাই তিনি ছবিতে অভিনয় করতে পারবেন না বলেই জানিয়ে দিয়েছেন। এরপরই যিশুর কাছে অভিনয়ের প্রস্তাব গিয়েছে এমনটাই জানা গিয়েছে। যদিও এ বিষয়ে পরিচালক সুকুমার বা যিশুর পক্ষ থেকে কোনরকম তথ্য জানানো হয়নি।