
খালি হাঁতে ফিরলো ইডি আধিকারিকেরা
24 Hrs Tv ওয়েব ডেস্ক : কোয়েল বনিক : সন্দেশখালির ঘটনা রীতিমত তাণ্ডব ছড়িয়েছে চারিদিকে। এখনও আধরা শেখ শাহজাহান। প্রায় ১৯ দিন পার হয়ে গিয়েছে এখনও তৃনমূল নেতার খোঁজ পাওয়া যায়নি। সন্দেশখালি তাণ্ডব ঘটনার দিন বিপদের মুখে পড়েছিল ইডি আধিকারিক থেকে শুরু করে সংবাদমাধ্যম। আজ আবারও শেখ শাহাজাহানের বাড়িতে তল্লাশি। সকাল হতে’ই শেখ শাহজাহানের বাড়িতে যায় ইডি আধিকারিকেরা। ২৯ জানুয়ারি শেখ শাহজাহান কে তলব করবে ইডি আধিকারিকেরা। তৃনমূলের নেতা শেখ শাহজাহানের বাড়িতে নোটিশ পড়ল ইডির। বেপাত্তা শেখ শাহজাহান। খালি হাঁতে ফিরলো ইডি আধিকারিকেরা। সকাল ১১ টা সিজিও কমপ্লেক্সে শেখ শাহজাহানকে তলব ইডি।

চাবিওয়ালা এনে খোলা হল তালা। এরপর বাড়ির ভিতরে যান ইডি। প্রায় সাড়ে ৪ ঘণ্টা থেকে ৬ ঘণ্টা তল্লাশির পর শেখ শাহজাহানের বাড়িতে পেলো না কিছু। ফাকা হাঁতে ফিরতে হল কেন্দ্রীয় এজেন্সিকে। শেখ শাহজাহানের বাড়িতে কাপড়জামা ও বাসনপত্র ছাড়া পাওয়া যায়নি কিছু। তৃণমূল নেতার বাড়িতে পাওয়া গেলো তিনটি ব্রিফকেস, ও আলমারি ফাঁকা। খালি হাঁতে ফিরলো ইডি। তৃণমূল নেতার বাড়িতে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে ছিল রাজ্য পুলিশ ও র্যাফ। কয়েকজন নিরপেক্ষ স্থানীয়দের সাক্ষী নিয়ে শুরু হল তল্লাশি।