আবার চোট পেলেন মুখ্যমন্ত্রী

24 Hrs Tv ওয়েব ডেস্ক : প্রিয়াঙ্কা পাত্র : আবার জেলা সফরে গিয়ে আঘাত পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্ধমানে প্রশাসনিক সভা সেরে ফেরার পথে গাড়ি হটাৎ ব্রেক কষায় কপালে সামান্য আঘাত পেয়েছেন মুখ্যমন্ত্রী।বুধবার মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা ছিল বর্ধমানের গোদার মাঠে। তিনি সভা শেষ করে কলকাতা ফেরার জন্য গাড়িতে ওঠেন। হঠাৎ সেই ব্রেক কষার ঝাকুনিতেই কপালে আঘাত পান তৃণমূল নেত্রী। আঘাত পাওয়ার পরেও তিনি গাড়ি না থামিয়ে সরাসরি কলকাতার উদ্দেশ্যে রওনা দেয় সেখান থেকে। আঘাত পাওয়ার পর তিনি কপালে রুমাল দিয়ে বেঁধে নেন বলে এক প্রত্যক্ষদর্শী দাবি করেন।

আজ মুখ্যমন্ত্রী সভা শুরু করেন বেলা সাড়ে ১২টা নাগাদ।হেলিকপ্টারে করে তিনি বর্তমানে সভা করতে গিয়েছিলেন। সভা চলাকালীন আবহাওয়া খারাপ হতে শুরু করে। অন্ধকারাচ্ছন্ন আবহাওয়ার পাশাপাশি পাশাপাশি শুরু হয় বৃষ্টি। তখনই সিদ্ধান্ত নেওয়া হয়, তিনি আর হেলিকপ্টারে করে ফিরবেন না কলকাতায়। সড়কপথেই কলকাতায় পৌঁছবেন মুখ্যমন্ত্রী। ঘটনা যে প্রত্যক্ষদর্শীরা দাবি করেন, সভার মাঠ থেকে বড় রাস্তায় ওঠার সময় মুখ্যমন্ত্রী যে গাড়িতে বসেছিলেন সেই কনভয় এর চালক আচমকাই ব্রেক কষেন। সেই ঝাঁকুনিতে কপালে সামান্য আঘাত পেয়েছেন মমতা।

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে উত্তরবঙ্গ শহরে গিয়ে পায়ে চোট পেয়েছিলেন। তিনি জলপাইগুড়ি থেকে ফিরছিলেন গত বছর জুন মাসে কপ্টার করে। আবহাওয়া খারাপ থাকায় হেলিকপ্টার জরুরি অবতরণের প্রয়োজন হয়। সেবক এয়ারবেসে সেই কপ্টারের জরুরি অবতরণ হয়। আর সেই সময় সেখান থেকে নামার সময়ই পায়ে এবং কোমরে চোট পান মুখ্যমন্ত্রী। তারপরই জানা যায় মুখ্যমন্ত্রীর হাঁটুতে আঘাত লাগে। লিগামেন্টও আঘাত লাগে তার। তারপর দীর্ঘ চিকিৎসা চলেছে। চিকিৎসকেরা বেশ কিছুদিন মুখ্যমন্ত্রী কে বাড়িতে থাকার নির্দেশও দিয়েছিলেন। তিনি এসএসকেএমের চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিলেন। আজ বর্ধমান থেকে সবারশেষে তিনি যে আঘাত পান তা খুব সামান্য বলেই জানা যায়। এবং কলকাতা ফিরে তিনি এসএসকেএম হাসপাতাল যাবে বলে বলে সূত্রের খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *