তুমুল উৎসাহের সঙ্গে চলছে রামলালার দর্শন

24 Hrs Tv: নিজস্ব প্রতিনিধি: সোমবার রামমন্দির উদ্বোধন হয়ে গিয়েছে অযোধ্যায়। মঙ্গলবার তা সাধারনের দর্শনের জন্যে খুলে দেওয়া হয়েছিল। কিন্তু তুমুল বিশৃঙ্খলার জেরে তা বন্ধ করে দেওয়া হয়। বুধবার ফের রামলালার দর্শনের জন্যে দরজা খুলে দেওয়া হয়েছে।

আজ কড়া নিরাপত্তার চাদড়ে চলছে রামলালা দর্শন। এদিনও সকাল থেকেই লক্ষ্য করা গিয়েছে পুণ্যার্থীদের ভিড়। সকলেই উদগ্রীব হয়েছিলেন ভোরের মঙ্গল আরতি দেখার জন্য। রামলালার মূর্তিকে সাজানো হয়েছে সবুজ পোশাকে।

সরর্যুর পাড়ে রাম ভক্তদের ভিড়ে গতকাল চরম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল। ভাইরাল একটি ভিডিওতে দেখা গিয়েছে, পুলিশের দড়ি দেওয়া ব্যারিকেড ভেঙে এগনোর চেষ্টা করছে কাতারে কাতারে রাম ভক্তবৃন্দ। ওই সময় বাঁধনহারা জনস্রোতকে নিয়ন্ত্রণ করতে কালঘাম ছুটে যায় অযোধ্যা পুলিশ প্রশাসনের। গতকালের তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এদিন আটঘাট বেধেই নেমেছিল প্রশাসন। উত্তরপ্রদেশ প্রশাসন সূত্রে খবর, প্রতিমুহূর্তের আপডেট নিচ্ছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রাম মন্দিরের ভিতরে ও বাইরে মোতায়েন র‍্যাফ-এর এক হাজার জওয়ান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *