রাজভবনে মমতা, রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ

24 Hrs Tv: নিজস্ব প্রতিনিধি: বর্ধমান থেকে বেরনোর পথে আঘাত পেয়েছিলেন। সেই অবস্থাতেই কলকাতায় ফিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোজা রাজভবনে চলে এলেন। হঠাৎ কেন রাজভবনে পৌঁছলেন তিনি, কী নিয়ে বৈঠক চলছে, তা জানা যায়নি এখনও পর্যন্ত। তবে আচমকা এই সাক্ষাৎ ঘিরে কৌতূহল দেখা দিয়েছে। রাজভবন বা নবান্নের তরফে এই সাক্ষাৎ নিয়ে এখনও কিছু জানানো হয়নি।

হাসপাতালে না গিয়ে রাজভবন! কি কারণ এই নিয়ে চলছে জল্পনা। রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সঙ্গে বৈঠকে রয়েছেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, মমতা চোট পেয়েছেন জানতে পেরেই রাজভবনের তরফে তাঁর স্বাস্থ্যের খবর নেওয়া হয়।

এদিন রাজ্যের দুই প্রান্তে দুই সাংবিধানিক প্রধানের সঙ্গে ঘটনা ঘটেছে।এদিনই কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভের মুখে পড়েন রাজ্যপাল। বিশ্ববিদ্যালয়ের ফটকেই তাঁর গাড়ি আটকে দেওয়া হয়। কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ চলে পড়ুয়াদের। রাজ্যপালের উদ্দেশে উড়ে আসে ‘গো ব্যাক’ স্লোগানও। কেন্দ্রীয় শিক্ষানীতির বিরুদ্ধে প্রতিবাদ জানান পড়ুয়ারা। স্থায়ী উপাচার্য নিয়োগে রাজ্যপালের উদাসীন বলেও দাবি করেন তাঁরা। তৃণমূল ছাত্র পরিষদ এবং DSO এই বিক্ষোভে শামিল ছিল বলে জানা যায়। বেশ কিছু ক্ষণ তার জেরে আটকে পড়েছিলেন রাজ্যপাল। পরে ভিতরে ঢোকেন।

অন্যদিকে, সভামঞ্চ থেকে ২০০ মিটার দূরে, গাড়ি যখন জিটি রোডে উঠছে, সেই সময় অন্য দিক থেকে একটি গাড়ি তাঁর কনভয়ে হঠাৎই ঢুকে পড়ে। আচমকা ব্রেক কষায় মাথার পাশে চোট পান। হাতেও সামান্য চোট পান। সঙ্গে সঙ্গে কনভয় দাঁড়িয়ে যায়। একটু ধাতস্থ হয়ে ফের কলকাতার উদ্দেশে রওনা দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *