সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলার উদ্বোধনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

২৪ আওয়ার্স টিভি, সৌরভ দত্ত : শুরু হলেছে সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলা । এই মেলা ১১ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত চলবে । এবার ৫৫০ জন কবি, সাহিত্যিক, লেখক অংশগ্রহণ করছেন এই মেলায়। বুধবার এই নিয়ে এক সাংবাদিক বৈঠকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, এই মেলায় এবার বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আসা মোট ৩৫০টি ক্ষুদ্র পত্রপত্রিকা অংশগ্রহণ করছে । এই সাহিত্য উৎসব মেলা উপলক্ষে ৩৯৫ জন কবিতা পাঠের আসরে অংশগ্রহণ করবেন । ১১০ জন গল্পের জন্মকথা বিষয়ে আলোচনায় অংশ নেবেন ।এছাড়া মেলা চলাকালীন সাতটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে । সেখানে উপস্থিত থাকবেন বিশিষ্ট কবি- সাহিত্যিকরা ।

উল্লেখ্য , এবারে সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলা ২০২৩ উপলক্ষে শীর্ষ পংক্তি করা হয়েছে কবি সুভাষ মুখোপাধ্যায়ের কবিতার লাইন, ‘একটু পা চালিয়ে ভাই’ । মাইকেল মধুসূদন দত্তের দ্বিশত জন্মবর্ষ । তার প্রাক্কালে তাঁর স্মরণে বিশেষ স্মারক গ্রন্থ ‘মাইকেল মধুসূদন দত্ত – ফিরে দেখা’ প্রকাশ করা হচ্ছে । ১১ জানুয়ারি বিকেল চারটে এই উৎসবের উদ্বোধন করবেন কথাকার অমর মিত্র ও কবি দেবদাস দাস আচার্য । গতবছর এই মেলা শুরু হয়েছিল ২৩ ফেব্রুয়ারি থেকে । প্রায় ৩৪০টি লিটিল ম্যাগাজিন সংস্থা, ৩৩২ জন কবি ও ৭৮ জন কথাকার সেখানে অংশ নিয়েছিলেন । গতবারের থিম ছিল কবি শঙ্খ ঘোষকে শ্রদ্ধা জানিয়ে ৷ তাঁরই কবিতার লাইন ‘আমার জন্মের কোনও শেষ নেই’ কে শীর্ষ পংক্তি করা হয়েছিল । এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন ব্রাত্য বসু, প্রচেত গুপ্ত, শ্রীজাত, সুবোধ সরকার, আবুল বাশার প্রমুখ ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *