গুগল ডুডলে ইউরো উদযাপন

অবশেষে প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। আজ থেকে শুরু হতে চলেছে ইউরোপের সেরা ফুটবল টুর্নামেন্ট ইউরো কাপ। ১১টি দেশের ১১টি স্টেডিয়ামে হবে এ বারের টুর্নামেন্ট।

সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছে ইউরোর জন্য। গত বছর করোনা মহামারির জন্য স্থগিত হয়ে গিয়েছিল ইউরো কাপ, এই মরশুমেও খেলা হবে কি না তাই নিয়ে ছিল অনিশ্চিয়তা।সব জল্পনার অবসান ঘটিয়ে শুরু হতে চলেছে এই মরশুমের ইউরো কাপ।

আজ গভীর রাতে ইতালি বনাম তুরস্কর ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্ট। তার আগে গুগল ডুডলে শুরু হয়ে গিয়েছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ওপেনিং। গুগল ডুডল প্রায় সবকটি গুরুত্বপূর্ণ ইভেন্টই ব্যবহারকারীদের মনে করিয়ে দেয়। তার অন্যথা হল না এ বারও।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *