৪২ লক্ষ টাকার গার্ডওয়াল ভেঙে পড়ল ১৩ দিনেই !

24 Hrs Tv, ওয়েব ডেস্ক : বিরাট অংকের টাকা ব্যয় করে তৈরি করা হয় বিশাল চেহারার গার্ডওয়াল। কিন্তু নির্মাণের মাত্র ১৩ দিনের মাথায় ভেঙে পড়ল সেই মজবুত দেওয়াল! পুরো ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মুর্শিদাবাদের ধূলিয়ান এলাকায়। পৌরসভার উদ্যোগে মোটা অঙ্কের টাকা ব্যায় করে তৈরি হওয়া সেই প্রাচীর মাত্র ১৩ দিনের মাথায় ভেঙে পড়ার ঘটনায় আতংকিত নাগরিকরাও। কাজের পদ্ধতি ও গুনগত মান নিয়ে ইতিমধ্যেই একাধিক প্রশ্ন উঠে গিয়েছে।

৬ নম্বর ওয়ার্ডের শিবমন্দির বাজার এলাকা থেকে নতুন বসতি জগন্নাথ লজ পর্যন্ত আসার জন্য তৈরি করা হচ্ছিল রাস্তা। আর এই কারণেই তৈরি হয় গার্ডওয়ালটি। সূত্র মারফত জানা যাচ্ছে, প্রয়াত প্রাক্তন চেয়ারম্যান সুবল সাহার  আমলেই সেই রাস্তার টেন্ডার দেওয়া হয়। কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়, রাস্তা তৈরির জন্য আনুমানিক ৪২ লক্ষ টাকা বরাদ্দ হয়। এই টাকাতেই একটি পুকুর পাড়ে নির্মাণ করা হয়েছিল বিরাট আকারের ওই গার্ডওয়াল প্রাচীর। মাত্র কিছুদিন আগেই সম্পন্ন হয় প্রাচীর তৈরির কাজ। অভিযোগ ওঠে, তৈরির কাজ সম্পন্ন হওয়ার মাত্র ১৩ দিনের মাথায় ভেঙে পড়ে ওই গার্ডওয়াল।

এ বিষয়ে নিয়ে ধূলিয়ান পুরসভার চেয়ারম্যান ইনজামামূল ইসলাম বলেন, ‘কাজটা এখনও চলছে। গার্ডওয়ালের নীচের মাটি সরে যাওয়ার কারনেই সেটির এই অবস্থা হয়েছে। ঠিকাদারকে আবারও কাজ করতে হবে। এটা পুরাতন কাজের অর্ডার।’ পুরসভার চেয়ারম্যান এই সাফাই দিলেও পুরো কাজের তদন্তের দাবিতে সরব হয়েছেন ধুলিয়ান পুরসভার বিরোধী দলনেতা তথা আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পারভেজ আলম পুতুল।

পারভেজ বলেন, ‘গার্ডওয়াল ভেঙে পড়ার কথা শুনেছি। সব কাজই টেন্ডার ডেকে করা হয়। সেই কাজ দেখাশোনার দায়িত্ব পিডাব্লুইডি-র। আমি বুঝতেই পারছিনা অভিজ্ঞ ইঞ্জিনয়ররা থাকার পরও কীভাবে লক্ষ লক্ষ টাকা খরচ করে তৈরি করা গার্ডওয়াল কয়েক দিনের মধ্যেই ভেঙে যেতে পারে।’ এই বিষয়ে তদন্ত করারও দাবি জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *