দুঃসাহসি বাঙালির গল্প নিয়ে আসছে ‘মিশন এভারেস্ট’

Read Time:1 Minute

এভারেস্ট জয়ী সুনীতা হাজরার গল্প নিয়ে আসছে দেবাদিত্য বন্দ্যোপাধ্যায় পরিচালিত নতুন ছবি মিশন এভারেস্ট। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। ছবির ট্রেলারে এভারেস্ট জয়ী সুনীতা হাজরার ভূমিকায় চমকে দিয়েছেন চান্দ্রেয়ী ঘোষ।

সুনীতা হাজরা ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন এভারেস্ট জয় করার। অবশেষে সুনীতার সামনে সেই সুযোগ আসে ২০১৬ সালে। সে এক কঠিন যাত্রাপথের গল্প। কিন্তু সুনীতা হেরে জাননি। সকলকে চমকে দিয়ে এভারেস্ট জয় করে ফিরেছিলেন বঙ্গতনয়া। কনকনে ঠান্ডায় বরফের মধ্যে শ্যুটিং মোটেও সহজ ছিল না গোটা টীমের কাছে। তবে চান্দ্রেয়ী সেটা করে দেখিয়েছেন। চান্দ্রেয়ী ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন মেঘা চৌধুরী, শান্তিলাল মুখোপাধ্যায়, দীপশঙ্কর দে, চৈতি ঘোষাল, গৌতম মুখোপাধ্যায়, তীর্থঙ্কর রায়, পৌলমী সাহা, কৌশিক কর সহ আরও অনেকে। সুনীতার কঠিন যাত্রাপথের গল্প বলবে এই ছবি। তাঁর লড়াইকেই তুলে ধরা হবে এই ছবিতে। এই ছবির জন্য নিজেকে তৈরি করতে কঠোর পরিশ্রম করেছেন চান্দ্রেয়ী ঘোষ। জানা গেছে এই ছবির জন্য আসল সুনীতা তাঁকে অনেক টিপস দিয়েছেন। সম্ভবত আগামী ৩০ শে সেপ্টেম্বর, পঞ্চমীতে মুক্তি পাচ্ছে ‘মিশন এভারেস্ট’ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *