
প্রকাশ্যে ‘বিক্রম বেদা’য় হৃত্বিকের নাচের ছন্দে নতুন গান ‘অ্যালকোহলিয়া’
Read Time:1 Minute
খুব শীঘ্রই প্রেক্ষাগৃহে আসতে চলেছে হৃত্বিক রোশনের নতুন ছবি ‘বিক্রম বেদা’। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে এই ছবির নতুন গান ‘অ্যালকোহলিয়া’। সম্প্রতি লঞ্চ হয়েছে এই গান।
হৃত্বিক রোশনের নাচে মোহিত হননি এমন মানুষ কমই আছেন। এবার হৃত্বিকের নাচের সেই জাদুই দেখা যাবে ‘অ্যালকোহলিয়া’ গানে। তাই হৃত্বিক রোশনের ‘অ্যালকোহলিয়া’ নাচের সঙ্গে ছন্দে মাতবেন শ্রোতারাও। প্রসঙ্গত,’বিক্রম বেদা’ হৃত্বিকের কেরিয়ারের ২৫ তম ছবি। ‘অ্যালকোহলিয়া’ তে বেদার ‘উন্মত্ত নৃত্য’ দেখা যাবে হৃত্বিকের। সেই নাচে মিলবে দেশি ছোঁয়া। গানটি গেয়েছেন, বিশাল শেখর জুটির সঙ্গে স্নিগ্ধজিৎ ভৌমিক ও অনন্যা চক্রবর্তী। মনোজ মুন্তাসিরের লেখা গানে সুর দিয়েছেন বিশাল-শেখর। এই ছবি পরিচালনা করছেন পুষ্কর ও গায়ত্রী। এই ছবিতে দেখা যাবে সেফ আলি খানকেও। সম্ভবত আগামী ৩০ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে ‘বিক্রম বেদা’।