আমেরিকার শহরে বন্দুকধারীর হামলা, নিহত ৯

আমেরিকার ক্যালিফোর্নিয়ার শহরে বন্দুক হামলার ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকাজুড়ে। শেষ খবর পাওয়া পর্যন্ত বন্দুকধারীর গুলিতে ৯ জন ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। সংবাদমাধ্যম সূত্র জানিয়েছে, সান্তা ক্লারা কাউন্টির সান হোসে শহরের একটি রেল ইয়ার্ডে একজন বন্দুকধারী গুলি চালিয়েছে। নিরাপত্তা বাহিনীর গুলিতে ওই ব্যক্তি নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, বন্দুকধারীর নাম স্যাম ক্যাসিডি। সান হোসে শহরের মেয়র স্যাম লাইকার্ডো বলেছেন, হামলার শিকার ব্যক্তিরা সহকর্মী। বন্দুকধারীকে তারা সবাই চেনেন।

পুলিশ প্রথমে আট জন নিহতের খবর জানালেও পরে আরেকজন মারা যাওয়ার ব্যাপারে জানানো হয়। সান্তা ক্লারা কাউন্টির শেরিফের কার্যালয় জানিয়েছে, বন্দুকধারী নিহত হয়েছে পুলিশের গুলিতে। জানা গেছে, নিহতদের মধ্যে বেশ কয়েকজন রেলকর্মী ছিলেন। নিহত বন্দুকধারীও ছিলেন ওই লোকদের সাবেক সহকর্মী। কিন্তু ঠিক কী কারণে, তিনি এ ধরনের কাণ্ড ঘটিয়েছেন, তা এখনো অজানা। ঘটনার কারণ অনুসন্ধান করছে পুলিশ। চিকিত্‍সকরা বলছেন, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। সে ক্ষেত্রে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *