‘কাজ করতে পারেননি বলেই বিজেপিতে টিকতে পারেননি’, ‘বিহারীবাবু’কে তোপ দিলীপের !

Read Time:3 Minute

২৪ আওয়ার্স টিভি ওয়েব ডেস্ক : কাজ করতে পারেননি বলেই বিজেপিতে ‘বিহারীবাবু’ টিকতে পারেননি বলে মন্তব্য করেছেন দিলীপ। শুক্রবার ছটপুজোর দিন আসানসোলের বিভিন্ন এলাকায় পোস্টার পড়েছে। যেখানে রয়েছে শত্রুঘ্ন সিনহার ছবি। ছবির ওপর হিন্দিতে লেখা রয়েছে ‘লাপতা’ অর্থাৎ নিখোঁজ।মন্ত্রী থাকতেও বিদেশে ঘুরতেন উনি। আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহার নামে নিখোঁজের পোস্টার পড়ার পর এমনটাই বললেন বিজেপির কেন্দ্রীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তাঁর দাবি, বিজেপিতে থাকাকালীন এভাবেই ঘুর বেড়াতেন তিনি।

সূত্রের খবর ,উনি মন্ত্রী থাকতেও বিদেশে ঘুরতেন। সাংসদ থাকতেও তাই।সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ এদিন বলেন, ‘এটা হওয়ার ছিল। তাঁকে যাঁরা চয়ন করেছেন বিহারীবাবু বলে, তাঁদের এটা মেনে নিতে হবে। এই কারণেই উনি ভারতীয় জনতা পার্টিতে টিকতে পারেননি। এখানে খেটে কাজ করতে, মানুষের সঙ্গে মিশে রাজনীতি করতে হয়।’ তৃণমূলকে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, ‘যে দলে গিয়েছেন, ওই দলের অনেক নেতা কর্মীই নিখোঁজ। অনেকে ভিতরে চলে গিয়েছেন। সেই কালচারে ঠিক আছেন। এমন সাংসদকে নিয়ে মানুষের ভাবা দরকার আছে বলে মনে করেন তিনি।’শুক্রবার সকাল থেকে কুলটির বিভিন্ন জায়গায়, বিশেষ করে ছট পুজোর ঘাটগুলিতে এই ধরনের পোস্টারের দেখা মিলেছে।

তবে এই পোস্টার ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। পোস্টারে লেখা রয়েছে, সাংসদ শত্রুঘ্ন সিনহা বিহারীবাবু নামে পরিচিত। কিন্তু বিহারীদের সব থেকে বড় ছট পুজো উপলক্ষে নিজের লোকসভা কেন্দ্রে সাংসদ নিখোঁজ।এই ঘটনার পর এবার আসানসোলে পাল্টা পোস্টারও পড়তে শুরু করেছে। শত্রুঘ্ন সিনহার পোস্টার পড়ার ২৪ ঘণ্টার মধ্যেই বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলের নামেও আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের গোপালপুর এলাকায় বেশ কিছু জায়গায় পোস্টার দেখা গিয়েছে। অগ্নিমিত্রা পালের ছবি সহ ওই পোস্টারে প্রশ্ন করা হয়েছে ছট পূজার সময় আসানসোল দক্ষিণের বিধায়ক কোথায় ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *