
হাই কোর্টের বিজ্ঞপ্তি, আজ হবে না শুনানি
বুধবার টানটান আড়াই ঘণ্টার শুনানি শেষে কলকাতা হাইকোর্ট বলেছিল, নারদ মামলার শুনানি হবে বৃহস্পতিবার। কিন্তু এদিন আদালত জানিয়েছে, বেঞ্চ গঠন না করতে পারার জন্য আজ শুনানি হচ্ছে না। ফলে নারদ মামলায় ধৃত সুব্রত মুখোপাধ্যায়, ববি হাকিমদের কতদিন হেফাজতে থাকতে হবে তা অনিশ্চিত।
এদিন আদালতের তরফে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতে বলা হয়েছে আজ বৃহস্পতিবার মামলার শুনানি হবে না। কিন্তু পরবর্তী কবে এই মামলার শুনানি হবে সে ব্যাপারে বিজ্ঞপ্তিতে কিছু বলা হয়নি। তাই ধৃত চার নেতা-মন্ত্রীকে আরও কতদিন হেফাজতে থাকতে হবে সে ব্যাপারে পরিষ্কার কিছু বোঝা যাচ্ছে না। গতকাল হাইকোর্টে নারদ মামলার শুনানি ছিল। সেখানে ধৃতদের হয়ে সওয়াল করেন অভিষেক মনু সিঙ্ঘভি, সিবিআইয়ের হয়ে সওয়াল করেন কেন্দ্রের সলিসিটার জেনারেল তুষার মেটা। দু’পক্ষের আইনজীবীকেই বিচারপতিরা তীক্ষ্ণ সব প্রশ্ন ছুড়ে দেন। তার সওয়াল জবাবে শুনানি হয়ে ওঠে একেবারে টানটান। নিজাম প্যালেসে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঁচ থেকে ছ’ঘণ্টা বসে থাকা, নিজাম প্যালেসের বাইরে তৃণমূলের বিক্ষোভ এই সবই উঠে আসে শুনানিতে।
প্রসঙ্গত, নারদ মামলায় পার্টি করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আইনমন্ত্রী মলয় ঘটক এবং তণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালতে সিবিআই বলেছে, তিনি তদন্তকে প্রভাবিত করতে, ধৃতদের ছাড়িয়ে আনার জন্যই নিজাম প্যালেসে গিয়েছিলেন। এখন দেখার, কবে নারদ মামলার পরবর্তী শুনানির দিন ফেলা শুরু করে হাইকোর্ট।