মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে কোনো প্রশ্ন করার সুযোগ পেলো না

বৃহস্পতিবার ৯টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৪টি জেলার পরিস্থিতি নিয়ে বৈঠক ডেকেছিলেন মোদী।সেই বৈঠকেই প্রধানমন্ত্রীর জন্য অন্তত ২০টি প্রশ্ন নিয়ে বসেছিলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। কোভিড পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকে কোনও কথা বলারই সুযোগ পাননি তিনি। ঘটনাচক্রে, মোদী মমতা-সহ কোনও মুখ্যমন্ত্রীকেই কিছু বলতে আহ্বান করেননি। পরে সাংবাদিক বৈঠক করে মমতা জানিয়েছেন, কী কী প্রশ্ন তিনি প্রধানমন্ত্রীর জন্য রেখেছিলেন। মমতা এমনও বলেন যে, মোদী সমস্ত মুখ্যমন্ত্রীকেই অপমান করেছেন!

বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ অবশ্য বলেছেন, ”মুখ্যমন্ত্রীদের ওই বৈঠকে বলার কথা ছিল না। তাঁরা উপস্থিত ছিলেন অতিথি হিসেবে। অতজন মুখ্যমন্ত্রী বলতে গেলে তো ১০০ মিনিট সময় চলে যেত!” পক্ষান্তরে, মমতার বক্তব্য ”প্রধানমন্ত্রী এত ভয় পাচ্ছেন যে, মুখ্যমন্ত্রীদের একটা কথাও শুনতে চাইলে না।” সাংবাদিক বৈঠকে মমতা জানান, মোদীকে প্রশ্ন করার জন্য নথি নিয়ে তিনি তৈরি ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *